Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ৫:০৩ পিএম

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এছাড়া আরও বিছু কেন্দ্রে গোলযোগ, অনিয়ম, এজেন্টদের বাধা ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১১ লাখ ৩৭ হাজার ভোটারের এ সিটির ২৮৯টি ভোট কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা। অবশ্য নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রের চৌহদ্দির মধ্যে পৌঁছেছেন, তাদের সবার ভোটই নেওয়া হবে বলে ভোটগ্রহণ কর্মকর্তারা জানিয়েছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, নির্বাচন ‘ভালো’ হয়েছে। কয়েকটি কেন্দ্র বন্ধ হলেও এ নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ করা যাবে না’।

অন্যদিকে বিএনপি শতাধিক কেন্দ্রে অনিয়ম, জাল ভোট দেওয়ার এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বন্ধের দাবি জানিয়েছে।

রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল সাংবাদিকদের বলেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে সাতটির ভোটগ্রহণ তারা স্থগিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর সিটি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ