Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

টঙ্গীতে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ৩:২৩ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জোর করে ব্যালটে সিল মেরে বাক্সে ভরার চেষ্টার পর চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। নির্বাচন কমশিনের সহকারী পরিচালক আশাদুল হক জানিয়েছেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর ২/৩ঘণ্টা পর ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। এরপরে ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডেফোডিল কিন্ডারগার্টেনের দুই নম্বর কেন্দ্রেও একই অভিযোগের কারণে ভোট বন্ধ করে দেয়া হয়।
খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-১ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন বলেন, কেন্দ্রে কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে ব্যালট পেপার কেড়ে নেওয়ার অভিযোগে বেলা সাড়ে ১১টা থেকে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। এ স্কুলেরই পাশের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয় কেন্দ্র-২ এ একই অনিয়মের কারণে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর সিটি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ