বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জোর করে ব্যালটে সিল মেরে বাক্সে ভরার চেষ্টার পর চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। নির্বাচন কমশিনের সহকারী পরিচালক আশাদুল হক জানিয়েছেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর ২/৩ঘণ্টা পর ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। এরপরে ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডেফোডিল কিন্ডারগার্টেনের দুই নম্বর কেন্দ্রেও একই অভিযোগের কারণে ভোট বন্ধ করে দেয়া হয়।
খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-১ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন বলেন, কেন্দ্রে কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে ব্যালট পেপার কেড়ে নেওয়ার অভিযোগে বেলা সাড়ে ১১টা থেকে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। এ স্কুলেরই পাশের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয় কেন্দ্র-২ এ একই অনিয়মের কারণে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুল হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।