বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ব্যালট পেপার না পেয়ে ভোট দিতে না পেরে বিক্ষোভ মিছিল করেছেন ভোটাররা।
আজ মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের মুগর খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের দাবি, এই কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে জোর করে ভোট নেওয়া হয়েছে। এ জন্য ব্যালটের সংকট দেখা দিয়েছে।
কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক ভোটার অপেক্ষা করছেন। ব্যালট পেপার নেই বলে ভোট বন্ধ রয়েছে।
ভোটারদের অভিযোগ, তারা দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি। ফলে অনেকেই ফিরে গেছেন।
এরই মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পেরে একদল ভোটার কেন্দ্রের বাইরে বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
বুথের ভেতর কোনো সহকারী প্রিসাইডিং অফিসার নেই। শুধু কয়েকজন নৌকার এজেন্ট বসে আছেন। বুথের ভেতরে ভোটার নেই বললেই চলে। কিন্তু, বাইরে দীর্ঘ লাইন।
তবে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ড. হাসানুল কবীর কামালী গণমাধ্যমকে বলেন, ব্যালট পেপারের কোনো সংকট নেই। সবাই ভোট দিচ্ছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।
ভোটাদের বিক্ষোভ করার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে মঙ্গলবার সকাল আটটায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট শুরু হয়। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।
সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বিপুলসংখ্যক ভোটারের সমাগম দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।