Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামারখন্দে বাস দুর্ঘটনায় হেলপার নিহত

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ৩:১৭ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে বাস দুর্ঘটনায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। হতাহতদের নাম জানা যায়নি।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটি রাস্তার ওপর পড়ে থাকায় সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, সকালে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী রয়েল ডাচ পরিবহনের একটি বাস ভদ্রঘাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই বাসের হেলপার। এসময় পথচারী ও যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ রয়েছে। বাস সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ