Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গাজীপুরে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:৫৩ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ করেছেন ধানের শীষ মার্কার সমর্থক ও ভোটারা।

গাজীপুরের কোনাবাড়ি কলেজপাড়া বিভিন্ন কেন্দ্রে সকাল সাড়ে ১১টার পর থেকে কিছু সময়ের জন্য ভোট গ্রহন বন্ধ থাকে। ভোটারগণ ভোট প্রদানের জন্য কেন্দ্রে আসলেও ব্যালট পেপারের অভাবে ভোট দিতে পারে নাই। তারা অভিযোগ করেন বেশ কয়েকজনের একটি গ্রুফ কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।

এর সত্যতা জানতে চাইলে কোনবাড়ি আরিফ কলেজ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ব্যালট না থাকার কথা স্বীকার করেন। ছিনতাইয়ের কথা জানতে চাইলে বলেন, ব্যালট সঙ্কট থাকায় কিছু সময় আমরা ভোট নিতে পারি নাই। তবে ছিনতাইয়ের বিষয়ে হ্যা-না কিছুই বলেন নি।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মনসুর বলেন, কোন ছিনতাইয়ের ঘটনা ঘটে নাই, তবে তার সামনেই ঠেলাগাড়ি মার্কা কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্ট হুমায়ূন কবীর বলেন, একটু আগে এসে একটি গ্রুফ থাবা দিয়ে ব্যালট পেপার নিয়ে গেছে।

এ রকম ঘটনা চলমান গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর সিটি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ