Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ হাসান সরকারের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ৯:১৪ এএম | আপডেট : ১০:১৭ এএম, ২৬ জুন, ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দিনের শুরুতেই ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কাও জানিয়েছেন তিনি।
সোমবার- সকাল ৮:২০ মিনিটে বশির উদ্দিন উদয়ন একাডেমী আউচপাড়া, ৫৪ নং ওয়ার্ডে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সুষ্ঠ ভোট হবে না শঙ্কা প্রকাশ করে হাসান সরকার বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে ইতিমধ্যে ১০ থেকে ১২ জনকে গ্রেপ্তারেরর খবর পাওয়া গেছে। কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। হাইকোর্টে নির্দেশ মানছেন না তারা। অবাক পৃথিবী। রিটার্নিং অফিসার পাওয়া যাচ্ছে না।

আমি নির্বাচনে আছি থাকব। শেষ পর্যন্ত লড়ে যাব। এবং সর্বশেষ ভোট শেষে মন্তব্য করবো।

তিনি বলেন, জয়ের ব্যাপারে এখনও পর্যন্ত শতভাগ আশাবাদী। জনগণকে আহ্বান জানাবো নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার জন্য।

জনগণ ফলাফল মেনে নিলে আমিও মেনে নিব বলেও মন্তব্য করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর সিটি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ