Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা থেকে অপহৃত শিশু মাদারীপুরে উদ্ধার

৩০ হাজার টাকায় বিক্রির অভিযোগ

| প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:০১ এএম


মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা সংবাদদাতা : ঢাকার মোহাম্মদপুর থেকে নিহান নামে ৩ বছরের একটি শিশুকে অপহরণের ৩ দিন পর মোহাম্মদপুর থানা পুলিশ মাদারীপুরের শিবচর থেকে গতকাল সোমবার সকালে উদ্ধার করা হয়। আটক করা হয় খায়রুন বেগম নামের শিশু অপহরণকারীকে। নিহানকে ৩০ হাজার টাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেছিলো বলে খায়রুন পুলিশের কাছে স্বীকার করেছেন।
পুুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাঙ্গারী দোকানের কর্মচারী বিল্লাল হোসেন ও তার স্ত্রী গার্মেন্টস শ্রমিক মাহিনুর ৩ বছরের শিশু সন্তান নিহানকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন। তাদের পাশের রুমেই খাইরুন বেগম (৪০) নামের এক মহিলা ভাড়া থাকার সুবাদে তাদের বাসায় ছিল অবাধ যাতায়াত। দুই পরিবারের মাঝে তৈরি হয় সুসম্পর্ক। গত শনিবার সকালে শিশু নিহানকে খায়রুনের বাসায় রেখে বিল্লাল ও তার স্ত্রী মাহিনুর কাজে চলে যায়। দুপুরে বাসায় ফিরে নিহানকে বাসায় না দেখে মাহিনুর ও বিল্লাল ভয় পেয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে রোববার খাইরুনকে আসামী করে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার। পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে রোববার ঢাকা থেকে খাইরুনকে আটক করে।
শিশুটির মা মাহিনুর বেগম বলেন, খায়রুন আমার পাশের বাসায় থাকার সুযোগে আমার সন্তানকে অনেক যতœ ও খেয়াল রাখতো। এভাবেই সে আন্তরিকতা বাড়িয়ে আমার সন্তানকে অপহরণ করে করে তার বোনের কাছে বিক্রি করেছিল। পুলিশ সচেষ্ট হয়ে আমার বাচ্চাকে শিবচর থেকে উদ্ধার করে দিয়েছে। মোহাম্মদপুর থানার এসআই মুকুল রঞ্জন বলেন, শিশুটিকে টাকার বিনিময়ে বিক্রি করেছিল খাইরুন। এ ব্যাপারে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ