Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠছেন পপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি আবার চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠছেন। প্রতিবার ঈদে তাকে নাকট ও টেলিফিল্মে দেখা গেলেও এবার দেখা যায়নি। এর কারণ চলচ্চিত্রের প্রস্তুতির জন্য। আগামী মাসেই পপি কাজে ফিরবেন বলে জানিয়েছেন। সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রের কাজ প্রায় অর্ধেকেরও বেশি শেষ হয়ে থেমে আছে। সাদেক সিদ্দিকী জানান, আগামী মাসের মাঝামাঝিতে আবারো শুরু হচ্ছে ‘সাহসী যোদ্ধা’ চলচ্চিত্রের কাজ। এবার শুরু হয়ে এই চলচ্চিত্রের কাজ শেষ করবেন সাদেক সিদ্দিকী, এমনটাই জানালেন তিনি। এই চলচ্চিত্রে সোহানা চরিত্রে অভিনয় করছেন পপি। পপি অভিনীত আরো নতুন দু’টি চলচ্চিত্রের শূটিং শুরু হবে। দুটি চলচ্চিত্র হচ্ছে শহীদুল হক খানের ‘টার্ন’ এবং ‘যুদ্ধ শিশু’। তিনটি চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘সাহসী যোদ্ধা চলচ্চিত্রে আমার সহশিল্পী হিসেবে আছেন আমিন খান ও ইমন। বেশ সুন্দর গল্পের একটি চলচ্চিত্র। আমি কাজ করে সন্তুষ্ট। টার্ন এবং যুদ্ধ শিশু চলচ্চিত্রের গল্পও বেশ সুন্দর। প্রচলিত গল্প থেকে একেবারেই আলাদা। এই দুটি চলচ্চিত্রের কাজ যথাযথভাবে সম্পন্ন হলে আমার বিশ্বাস দর্শকের কাছে তা গ্রহণযোগ্যতা পাবে।’ এবারের ঈদে পপিকে নাটক টেলিফিল্মে দেখা না গেলেও দুটি স্যাটেলাইট চ্যানেলে দুটি ভিন্ন অনুষ্ঠানে পপিকে দেখা গেছে। চ্যানেল নাইনের ‘স্টার বক্স’ অনুষ্ঠানে আঁখি আলমগীরের উপস্থাপনায় পপিকে দেখা গেছে। আবার একুশে টেলিভিশনে প্রচারিত ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানে পপিকে নিজের উপস্থাপনাতেই নিজের সম্পর্কে তথ্য তুলে ধরতে দেখা যায়। ফাঁকে ফাঁকে তার অভিনীত সিনেমার গানও প্রচার হয় এই অনুষ্ঠানে। এদিকে পপি অভিনয় শুরু করেছেন আরিফ নির্দেশিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রের কাজ। এতে পার্বতী চরিত্রে অভিনয় করছেন পপি। এতে তার বিপরীতে দেবদাস চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ