Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিরাজগঞ্জে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ১০:২৯ এএম

সিরাজগঞ্জে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া নামক স্থানে রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের জিলানী জানান, ভোর ৪টায় ঢাকাগামী আরপি পরিবহন নামের বাসের সাথে মাছবোঝাই একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার আনারুল (৫০), তরিকুল ইসলাম (২৯), আব্দুল্লাহ শেখ (১৮), কাওসার রহমান (৪৩), রাজশাহী জেলার বিকাশ চন্দ্র (১৮) ও কুড়িগ্রাম জেলার ওসমান গণীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ