বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা সংবাদদাতা : ঈদের ছুটি শেষে গতকাল শনিবার ভোর থেকেই মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাট হয়ে কর্মস্থল রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চ, স্পীডবোট ও ফেরিতে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে। যাত্রীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে লঞ্চ ও স্পীডবোটে উঠছেন। তবে অতিরিক্ত ভাড়া আদায়েরর অভিযোগ করেছেন অনেক যাত্রী ।
মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, দঞ্চিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট ব্যবহার করেন। ঈদে যাত্রী সেবায় ২০টি ফেরি, ৮৭টি লঞ্চ, দুই শতাধিক স্পিডবোট রাখা হয়েছে। এছাড়া ৩ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষনিক কাজ করছেন।
যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে বিআইডবিøউটিসি, বিআইডবিøউটিএ, পুলিশ, র্যাব, আনসার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষনিক কাজ করছেন। এদিকে লঞ্চ ও স্পীডবোটে জায়গা না পেয়ে অনেকেই কর্মস্থল রাজধানীতে যোগ দিতে ফেরিতে পদ্মা পার হচ্ছেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, সকাল থেকে যাত্রীদের ঢল নেমেছে ঘাট এলাকায়। বাধ্য হয়ে আমরা শিমুলিয়া থেকে খালি ফেরি, লঞ্চ ও স্পীডবোট এনে যাত্রী পারাপারে সহযোগিতা করা হচ্ছে। ফেরিতেও যাত্রীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। বিআইডবিøউটিএ পুলিশ, র্যাব, বিআইডবিøউটিসি, ফায়ার সার্ভিস ও আনসার যৌথভাবে কাজ করে আমাদের সহায়তা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।