Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটারদের মন পেতে ঘাম ঝরাচ্ছেন দুই প্রার্থী

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:০৩ এএম, ২২ জুন, ২০১৮

মো. দেলোয়ার হোসেন : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বাকি আর চারদিন। চলছে মিছিল-মিটিং, গণসংযোগ আর মাইকিং। ভোটারদের মন জয় করতে নানা কর্মসূচিতে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। খুলনার নতুন বিজয়ী মেয়র তালুকদার আবদুল খালেককে পাশে নিয়ে শেষ মুহ‚র্তে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ প্রার্থী। দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার শুরুর অভিযোগ তুলছেন বিএনপির প্রার্থী। নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপি প্রার্থীর সঙ্গে কথা বলেছেন ডেমোক্র্যাসি ইন্টারন্যশনালের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা থেকে শুরু করে কৃষি গবেষণা ইন্সটিটিউট ও ডুয়েট, জয়দেবপুর, হাড়িনাল, ধীরাশ্রম ও আশাপাশের এলাকায় প্রচারণা শুরু করেন। প্রচারণায় পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ নগর গড়ার প্রতিশ্রæতি দিয়ে সবার ভোট প্রার্থনা করেন তিনি। শ্রমিকবান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রæতি দেন তিনি। গত নির্বাচনে মেয়র পদে নির্বাচিত বিএনপির মেয়রের সমালোচনা করে তিনি বলেন, গত পাঁচ বছরে নগরে কোনো উন্নয়নই হয়নি। যে কারণে পানিবদ্ধতা ও যানজটে অচল হয়ে থাকে নগর। খুলনা সিটির বিজয়ি মেয়র প্রার্থী গাজীপুরে এসে দলীয় প্রার্থীর সঙ্গে হাড়িনাল, ছায়াবীথিসহ বিভিন্নস্থানে নির্বাচনী গণসংযোগ করে পথসভায় নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রেখেছেন। তিনি আরো বলেন, নির্বাচনে পরাজয়ের হবে জেনেই বিএনপি নানা ধরনের গুজব রটাচ্ছে ।
অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার সকালে তার টঙ্গীর বাসায় ইউরোপীয় ইউনিয়নের ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল টিমের সাথে বৈঠক করেন। এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে গণগ্রেফকতারের অভিযোগ তুলে হাসান উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না হলে এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের ছেড়ে না দেয়া হলে, এমনকি নির্বাচন কমিশন মতবিনিময় সভায় যে সব প্রতিশ্রæতি দিয়েছেন, সেই প্রতিশ্রæতি বাস্তবায়ন না হলে দলীয়ভাবে বা আমি এককভাবে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে গ্রেফতার করা নেতা কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেয়ার দাবি জানান। দুপুরে তিনি নগরের কোনাবাড়ি থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, জেলা হেফাজতের যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন প্রমুখ ২০ দলীয় জোট নেতারা।
আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নেমেছেন ১৪ দলীয় জোট নেতারা। সাম্যবাদি দলের নেতা সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া, গণতন্ত্রী পার্টি নেতা ডা. শহিদুল্লাহ শিকদার, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও জাসদসহ জোটের নেতৃবৃন্দের উপস্থিতিতে দুপুরে চান্দনা স্কুলে একটি নির্বাচনী বৈঠক হয়। অন্য গণসংযোগ করে, সভা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানাচ্ছেন। বিএনপির স্থায়ি কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচনী প্রচারে নেমে তাদের দলের নেতাদের হয়রানি ও নানা শঙ্কার বিষয় তুলে ধরে নির্বিঘেœ ভোট দেয়ার সুষ্ঠু পরিবেশ তৈরির আহŸান জানিয়েছেন। তিনি নগরের শালনা, দেশিপাড়াসহ আশপাশের এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
ধানের শীষ প্রতীকের নির্বাচনী মিডিয়া সেল প্রধান ডা. মাজহারুল আলম জানান, বুধবার বিকেলে গাজীপুরে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভার পর রাতে ২০ দলীয় জোট নেতাকর্মীদের বাসা বাড়িতে অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দা পুলিশ। এসময় বিএনপির অন্তত আটজন গুরুত্বপ‚র্ণ নির্বাচনী ব্যক্তিকে আটক করে পুলিশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিনের পক্ষে প্রচারণায় স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন। প্রচরাণায় অংশ নিলেন দলের আমির চরমোনাই পীর হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সকাল ১০টা থেকে মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিনের পক্ষে নগরীর টঙ্গী বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীন, মাওলানা গাজী আতাউর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ