Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় ইজিবাইক-ট্রলি সংঘর্ষে নিহত ২

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ২:২৭ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলায় ইজিবাইক ও ট্রলি সংঘর্ষে দুজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মনসুর আলি সিকদার (৪০) চরফ্যাশন উপজেলার ওচমানগঞ্জ এলাকার বাসিন্দা এবং নিহত সিয়ামের (১২) বাড়ি উপজেলার আছলামপুর এলাকায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চরফ্যাশন- ভোলা সড়কের কাইমুদ্দির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হোসেন জানান, ইজিবাইকটি ১০ যাত্রী নিয়ে জনতাবাজার থেকে চরফ্যাশন যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘষ হয়। এতে ঘটনাস্থলে যাত্রী মনসুর আলী সিকদার মারা যায়।

চরফ্যাশন হাসপাতালে আনার পর সিয়ামের মৃত্যু হয়। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলায়

২ জানুয়ারি, ২০২২
২০ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ