বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা সদর উপজেলায় জংশনে শর্টসার্কিট থেকে আগুন লেগে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের সহযোগীতা আশ্বাস। শনিবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার জংশন বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জংশন পুলিশ ফাঁড়ি থেকে ওয়াফদা পুকুর পারের মসজিদ পর্যন্ত প্রায় ৩৫টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। এতে প্রায় ২ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা পুকুরের থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
জংশন বাজারের পূর্ব পাশে একটি ওয়ার্কশপ দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।