Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় প্রতিপক্ষের হামলা, ১০ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ

ভোলা জেলা সংবাদদাতা। | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১০:৩৮ এএম

 

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে একটি বিবাহের অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে পূর্বের শত্রুতার জেরধরে পথরোধ করে ১০ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (১৮জুন) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর ৪নং ওয়ার্ডের সরকার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, মো. মোস্তফা (৬০), মো. আলাউদ্দিন (৩৫), মো. মোসলেউদ্দিন (৪৫), মো, শহিদুল ইসলাম(২৫), মোঃ আলামিন (১৬), মোঃ হাসনাঈন (১৪), মোঃ ছগির (৪০) সহ আরো কয়েকজন। বর্তমানে আহতরা ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আহতরা ধনিয়া ইউনিয়নের কানাইনগর এলাকার বাসিন্দা।
প্রত্যাক্ষদর্শীসূত্রে জানায়, গত কয়েকদিন আগে রাস্তায় গরু বাধাঁকে কেন্দ্র করে মোস্তফা এবং আবু তাহেরের মধ্যে ঝগড়া বিবাধ হয়েছে। ১৯জুন উভয়পক্ষের মধ্যে স্থানীয় পর্যায় বিষয়টি মীমাংসার কথা ছিল।তারই জেরধরে আবু তাহেরের গ্রুপ লোকজনসহ গোপনে রাস্তার পাশে অবস্থান নেয়। আবু তাহেরের বিপক্ষ মোস্তফা ও তার পরিবার একটি বিবাহের অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে আবু তাহের গ্রুপের লোকজন হামলা চালায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে তারা হাসপাতালে ভর্তি আছে।
আহত মোস্তফা জানান, কিছুদিন আগে গরু বাধাঁকে কেন্দ্র করে আবু তাহেরের সাথে কথার কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হলে তারা মঙ্গলবার সালিশ করার কথা বলেন। কিন্তু তার পূর্বেই আবু তাহেররা আজ সোমবার আমাদের এক আত্মীয়র বিবাহের অনুষ্ঠান শেষে পরিবারসহ বাড়িতে ফেরার পথে গতিরোধ করে দেশীয় অস্র,বগি দাঁ,ছুরি দয়ে মো. সোহেল,রুবেল, টিপু, সুমন, মাকসুদ, জাবেদ, বাবুল, খোরশেদ, সুলাইমান, সাদ্দাম,ইউনুস,সহ ভাড়াটিয়া মাস্তানসহ আমাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তার উপরে ফেলে চলে যায়। এরমধ্যে মাকসুদ পিস্তলের বাট দিয়ে আঘাত করে।
হামলাকারীরা একই এলাকার বাসিন্দা

এ বিষয়ে, অভিযুক্ত আবু তাহেরের সাথে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মুঠোফোনে ০১৯৩৫-৯৫০৮৮২ একাধিবার চেষ্টা করেও প্রথমে সারা না পেলেও আবু তাহেরের স্ত্রী জানান, আমি এ ব্যাপারে কিছু জানিনা। আমি আবু তাহেরের স্ত্রী বলছি, তাহের বাসায় নাই।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল ও হাসপাতালে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শন করেছেন।

আহতদের কাছে মামলা সম্পর্ক জানতে চাইলে তারা জানান, মামলার প্রস্তুতি চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলায়

২ জানুয়ারি, ২০২২
২০ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ