Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় রোয়ানু দুর্গতদের পাশে ইডটকো

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে সম্প্রতি বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের প্রথম টাওয়ার কোম্পানি ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (ইডটকো)। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ভোলা জেলার দুর্গত ৫০০ পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করেছে কোম্পানিটি। সম্প্রতি ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা কমপ্লেক্সে দুর্গত পরিবারগুলোর মাঝে ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করে ইডটকোর কর্মকর্তারা। প্রতিটি প্যাকেটে ছিল চাল, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ ও আলু। সংবাদপ্রত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে, ঘূর্ণিঝড়ে বাড়ি-ঘর ও জমি-জমা ভেসে যাওয়ায় দুর্গতরা সবচেয়ে দুর্ভোগে পড়েছেন প্রতিদিনের খাবার নিয়ে। দুর্গত পরিবারগুলো সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে পারলেও তাদের গৃহস্থালি সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দিকটি বিবেচনায় নিয়ে তজুমুদ্দিন ইউনিয়নের দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইডটকো। ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড্যারেল সিনাপ্পা বলেন, “সমাজের প্রতি দায়বোধসম্পন্ন কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে ইডটকো প্রাকৃতিক দুর্যোগকালে মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে আগ্রহী। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রæতিবদ্ধ ইডটকো।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলায় রোয়ানু দুর্গতদের পাশে ইডটকো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ