বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রুহুল আমিন (৩১) নামে এক পোল্ট্রি খামারীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। সে শিবগঞ্জ উপজেলার দাদনচক চালকিপাড়ার মৃত তোবজুল হকের ছেলে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দাদনচক ঘাটে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রুহুল আমিন বিকেলে দাদনচক ঘাটে একা বসে ছিল। এসময় একই এলাকার ইয়াসিন আলীর ছেলে জামাল, কবির, কামাল, দুলাল ও তার ছেলে ওয়াসিম, রবুর ছেলে তোহসিলসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আর্তকিতভাবে লোহার রড দিয়ে রুহুলের মাথায় আঘাত করলে সে গুরুত্বর জখমপ্রাপ্ত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া গত বছরে প্রতিপক্ষরা রুহুল আমিনের হামলা করেছিল প্রতিপক্ষরা বলে জানিয়েছে এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কামাল উদ্দিন জানিয়েছেন- রুহুল আমিন মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়েছেন। এতে অনেক রক্তক্ষরণ হয়েছেন। বর্তমানে সে পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন হত্যার চেষ্টার শিকার রুহুল আমিন। এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহতাব আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।