Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ২:০৫ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আম বোঝাই ট্রাক উল্টে শাহিদ খান (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিদ খান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মানপাশা গ্রামের ফজলে আলী খানের ছেলে। তিনি ফল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ওই ব্যবসায়ীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে বরিশালগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকে থাকা শাহিদ খান ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ৩ জন। নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসায়ী নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ