বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রোকনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের জৈন্তাপুরের সইয়া এলাকার আহসান উল্লাহর ছেলে নূরুল ইসলাম (২৬) ও আব্দুর রহিমের ছেলে সবুজ আহমদ (২০)। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করেছে।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক গণমাধ্যমকে জানান, ওই দুইজন তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে তারা মহাসড়কের রোকনপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারে খবর দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।