বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝড়ো হাওয়া কমে যাওয়ায় চাঁদপুর-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টা থেকে লঞ্চ চলাচল শুরু করে।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় চাঁদপুর বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে নারায়ণগঞ্জগামী একতলা ছোট লঞ্চগুলো নদীর ঢেউয়ের অবস্থান দেখে ছাড়ার জন্য নির্দেশনা দিয়েছেন বিআইডাব্লিউটিএর উর্ধ্বতন কর্তৃপক্ষ।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, সকাল ৮টা থেকে বন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাঁদপুরে ২ নম্বর নৌ হুঁশিয়ারির কথা জানালে আমরা ছোট-বড় সব লঞ্চ চলাচলই বন্ধ রাখি। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।