Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের সেরা অনুষ্ঠান ইত্যাদিঃ আজ পুনঃপ্রচার

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৯:৩০ পিএম, ১৮ জুন, ২০১৮

বিনোদন ডেস্ক: দর্শকদের প্রশংসাধন্য ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার করা হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। দর্শকদের আনন্দের ষোলকলা পূর্ণ করে এবারের ঈদের ইত্যাদি এরই মধ্যে দর্শক রায়ে ঈদের সেরা অনুষ্ঠান হিসেবে প্রশংসিত হয়েছে। বরাবরের মত এবারও ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি দিয়ে শুরু হয় ঈদের ইত্যাদি। আর এতে অংশগ্রহণ করেন কয়েক হাজার শ্রমজীবি মানুষ ও ইনডোর স্টেডিয়ামে আগত কয়েক হাজার দর্শক। সা¤প্রতিক সময়ে দেশে উদ্বেগজনক হারে বেড়ে যাওয়া সড়ক দূর্ঘটনা ও আমাদের সচেতনতা নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও ফরিদ আহমেদের সঙ্গীতায়োজনে রয়েছে এ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন পরিবেশনায় একটি বিষয় ভিত্তিক গান। সাথে ছিল শতাধিক নৃত্যশিল্পী। ‘বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতি ও মানুষের সংগ্রামময় জীবন’ এই বিষয় নিয়ে বিষয় ভিত্তিক নাচ পরিবেশন করেছেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন প্রায় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী। ঈদের ‘ইত্যাদি’র আর একটি পর্বে ছন্দে-সুরে ব্যতিক্রমী একটি আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়। আর একটি পর্বে নাচে-গানে প্রাণবন্ত অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, অভিনেতা অপূর্ব, জনপ্রিয় অভিনেত্রী মম ও দীর্ঘদিন পর আমেরিকা প্রবাসি মোনালিসা। যেখানে নারী নির্যাতন, নারীর সম্ভ্রম রক্ষা, ভিনদেশি সিরিয়ালের ক্ষতিকর প্রভাবের বিষয়গুলো সুনিপুনভাবেই তুলে ধরা হয়েছে। তাদের সাথেও নৃত্যে অংশগ্রহণ করেছেন অর্ধশতাধিক নৃত্যশিল্পী। এবারের ঈদ ইত্যাদির মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন অভিনয় তারকা ঈমন ও কুসুম শিকদার এবং অন্যটিতে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতিক হাসান ও কনা। ইত্যাদির প্রতি ঈদের অনুষ্ঠানেই বিদেশীদের নিয়ে একটি মজার পর্ব থাকে। এবারও ছিল ‘পারিবারিক শান্তি’ নিয়ে মজাদার একটি পর্ব। স্মৃতির অন্তরালে কালে কালে হারিয়ে যাচ্ছে আমাদের দেশিয় বাদ্যযন্ত্র, ভিনদেশী সংস্কৃতি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি, তার উপর ভিত্তি করেই তাৎক্ষণিকভাবে তৈরী কিছু টুকরো নাট্যাংশে পরবর্তী পর্বে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন নির্বাচিত দর্শকরা। আলোচিত কিছু বিষয় নিয়ে তৈরী এবারের দলীয় সঙ্গীতে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা। রয়েছে আজিজুল হাকিম ও রোজী সিদ্দিকীর মজাদার দাম্পত্য কলহ পর্ব। এছাড়াও রয়েছে ইত্যাদির নিয়মিত পর্ব মামা-ভাগ্নে ও নানী-নাতিসহ ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রæপাত্বক রসালো নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

 



 

Show all comments
  • promila aditi ১৯ জুন, ২০১৮, ১:৪৫ পিএম says : 0
    কখন পুনঃপ্রচার দেখাবে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইত্যাদি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ