Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১২

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৮, ৩:৫৮ পিএম

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ঈদের দিনসহ সোমবার দুপুর পর্যন্ত মটরসাইকেল দুর্ঘটনায় এই তিন জন প্রাণ হারান। নিহতরা হলেন, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা এড দবির হোসেনের ছেলে দিনদার হোসেন রণি (২৫), মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের নিটুল হোসেনের স্কুল পড়–য়া ছেলে সোহান (১৫) ও ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হবিবার রহমান হবির ছেলে আজিজুর রহমান নিলু (৩১)। পুলিশ সুত্রে জানা গেছে, ঈদের দিন শনিবার বিকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের নতুন বাজার এলাকায় রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন রণি। নিহত রণি সামাজিক সংগঠন মাদার তেরেসা ব্লাড ব্যাংকের যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন। তাদের বাড়ি ঝিনাইদহ শহরের হামদহ এলাকায়। একই দিন মাগুরা তেকে মটরসাইকেল যোগে ঝিনাইদহে আসছিলো স্কুল ছাত্র সোহান। সে ঝিনাইদহ মাগুরা সড়কের পাচমাইল নামক স্থানে পৌছালে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খায়। এতে তার মাথায় আঘাত লাগে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু বরণ করেন। সোমবার ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় হীরা বেকারীর সামনে ইবির মাইক্রোবাসের ধাক্কায় আজিজুর রহমান নিলু (৩১) নামে এক যুবক নিহত হন। তিনি বিএনপি নেতা ও সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবার রহমান হবির ছেলে। তাদের বাড়ি সদর উপজেলার নগরবাথান গ্রামে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আজিজুর রহমান নিলু দুপুরে মোটর সাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে গাড়াগঞ্জ যাচ্ছিল। তিনি আরাপপুর হিরা বেকারির সামনে পৌছালে পিছন দিক থেকে আসা ইাসলামী বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে লিলু গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। রিফাত নামে স্টেডিয়ামপাড়ার এক যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে কোমায় রয়েছেন। দুর্ঘটনায় আহতরা হলেন ইমামুল (১৮), মানিক (১৪), সাগর (২১), সোহেল(২৭), মিজান (২১), রোকন (১৫) ও আকাশ (১৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ