Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

দ্রুতই ই-বাস নামছে কলকাতার রাস্তায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শিগগিরই ব্যাটারিচালিত বাস (ই-বাস) চালু করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী আগস্টের মধ্যেই ৮০টি ব্যাটারিচালিত বাস চালু করা হবে। বুধবার ভর্তুকির চেক বিতরণের এক অনুষ্ঠানে গতিধারা প্রকল্পে উপভোক্তাদের এ তথ্য জানান তিনি। এছাড়া শহরের ক্যাব পরিষেবাকেও ভবিষ্যতে দূষণহীন করার উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে বলে তিনি জানান। এবিষয়ে নামী সংস্থার সঙ্গে চুক্তি করবে সরকার। কলকাতা শহরে বায়ুদূষণ অন্যতম সমস্যা। যানবাহনের বিষাক্ত ধোঁয়ায় জনজীবন দুর্বিষহ। সঙ্গে যাতায়াতের খরচও অন্যতম মাথাব্যথার কারণ কলকাতাবাসীর কাছে। এই দুই সমস্যার সমাধানে শহরের রাস্তায় ই-বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। পরিবহন মন্ত্রী বলেন, ‘আমরা আশাবাদী আগস্টের মধ্যেই শহরের রাস্তায় নামবে ৮০টি ই-বাস। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ