মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে “যুক্তরাষ্ট্রন ফার্স্ট” পলিসি নিয়েছেন এবং বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস। মন্ত্রীত্ব গ্রহণের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী বুধবার প্রথম গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী বক্তব্য দিলেন। এতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে “ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব” গড়ে তোলার জন্য জোর প্রচেষ্টা চালানো উচিত। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব চায় যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা সম্ভব সেখানে ইউরোপীয় ইউনিয়ন কাজ করুক, যেখান থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে, সেখানে শূন্যতা পূরণ করুক এবং যেখানে যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করছে সেখান থেকে ইউরোপীয় ইউনিয়ন চলে আসুক। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।