Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এবার রাশিয়াকে এস-৫০০ তৈরির প্রস্তাব তুরস্কের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

যৌথভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ তৈরির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। তুরস্কের টেলিভিশন চ্যানেল ২৪ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান এ তথ্য জানিয়েছেন। তবে কখন এ প্রস্তাব দেয়া হয়েছে এবং প্রস্তাবের বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের জবাব কী ছিল তা জানাননি এরদোগান। তুরস্ক রাশিয়া থেকে যে এস-৪০০ কিনছে তার জন্য সহজ শর্তে মস্কো ঋণ দিয়েছে বলে জানিয়েছেন এরদোগান। এস-৪০০ পাওয়ার পর যৌথভাবে এস-৫০০ তৈরি করতে চায় তুরস্ক। এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই বলেছিলেন, আগামী ২০২০ সালে তুরস্ককে এস-৪০০ সরবরাহ শুরু করা হবে। বিভিন্ন সূত্র জানিয়েছে, এস-৫০০’র পাল্লা হবে ছয়শ’ কিলোমিটার। গত বছরের শেষ দিকে রাশিয়ার সঙ্গে এস-৪০০ কেনার চুক্তি করেছে তুরস্ক। এর আগে গত ৮ জুন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু বলেছিলেন, এই মুহূর্তে তার দেশে ক্ষেপণাস্ত্র হামলা হলে তা ঠেকানোর কোনো ব্যবস্থা আঙ্কারার হাতে নেই। কাজেই রাশিয়া থেকে এস-৪০০ এসে পৌঁছালে তা তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। চ্যানেল ২৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়াকে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ