Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাশিয়াকে ঠেকাতে ঐক্যের ডাক

অবসরে যাবার আগে শেষবারের মতো ন্যাটো সম্মেলনে যোগ দিলেন ওবামা

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিট (ব্রিটেনের ইইউ ত্যাগ) সত্ত্বেও ন্যাটোভুক্ত (নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশান) দেশের নেতাদের রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর তাগাদা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশেষ করে ইউক্রেন ও ক্রিমিয়ার মত দেশে রাশিয়ার জোরপূর্বক দখল ঠেকাতে এই ঐক্য প্রয়োজন বলে মনে করেন তিনি। ওবামা বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলেও সেটা যেন পশ্চিমাদের ঐক্যবদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল না করে ফেলে। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে এই ঐক্য এখন প্রয়োজন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে ন্যাটো সম্মেলনে যোগ দিতে গিয়ে এই কথা বলেছেন ওবামা। প্রেসিডেন্ট ওবামা আগামী জানুয়ারিতে হোয়াইট হাউজ ত্যাগ করবেন। অবসরের আগে তার সর্বশেষ ন্যাটো সম্মেলনে যোগ দিতে গিয়ে লন্ডনের ফিন্যানশিয়াল টাইমস সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে ওবামা বলেছেন, তিনি ব্রিটেনের ইইউ ত্যাগের বিরোধী ছিলেন। কারণ, এতে ঐক্যবদ্ধ ইউরোপে ভাঙ্গন ধরবে। কিন্তু গণভোটের এই সিদ্ধান্তের পরও ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক বজায় থাকবে। তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক টিকে থাকবে। যুক্তরাজ্য ন্যাটোর সবচেয়ে শক্তিশালী সদস্য দেশের একটি হয়ে থাকবে তাতেও আমার সন্দেহ নেই। তিনি বলেন, এই গণভোটের সিদ্ধান্তে ইউরোপের বিভক্তি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়াকে ঠেকাতে ঐক্যের ডাক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ