মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে তার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেয়া হবে। রাশিয়ার বিরুদ্ধে ‘ক্ষতিকর সাইবার তৎপরতা’র অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দেবে বলে যখন খবর বেরিয়েছে তখন একথা বলল মস্কো। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মঙ্গলবার বলেছেন, ওয়াশিংটনকে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে দেয়া হবে না। বার্তা সংস্থা রিয়া নোভোস্তিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপ করলে মস্কো বসে থাকবে না; পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য রাশিয়া তৈরি রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার রাশিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করেছে। রাশিয়ার সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে জড়িত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রও তার মিত্রদের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছে বলে ওয়াশিংটন অভিযোগ করেছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।