বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অপরাধ করে কোন পুলিশ সদস্যও পার পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার মোঃ মাহাবুবর রহমান। গতকাল (বুধবার) নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, অপরাধ শুধু অপরাধীরা করে না; অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বে যারা থাকে, তাদেরও কেউ কেউ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। কিন্তু আমার কমিটমেন্ট হচ্ছে, যারা অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখে, তাদের (অপরাধীদের) সঙ্গে সখ্যতা গড়ে তোলে, আমি তাদের পুলিশ হিসেবে গণ্য করবো না। যে কোনও পর্যায়ের অপরাধই হোক; আমরা অভিযুক্ত পুলিশ সদস্যকে ক্রিমিনাল হিসেবে দেখবো এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো। কমিশনার বলেন, যদি মাদক সংশ্লিষ্ট কোনও অপরাধের সঙ্গে পুলিশ সদস্য জড়িয়ে পড়েন, তাহলে তার নূন্যতম শাস্তি হচ্ছে বরখাস্ত। এরপর তার বিরুদ্ধে অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে শাস্তি আরোপ করা হবে। মাদক ও জঙ্গি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে নগরীর আইন-শৃঙ্খলা আরও উন্নত করার ঘোষণা দেন তিনি। মতবিনিময় সভায় সিএমপির অতিক্তি কমিশনার মাসুদ-উল-হাসান, কুসুম দেওয়ান ও আমেনা বেগম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।