Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজরাটে আশা-ভাবনার সহমরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

গুজরাটে আশা ও ভাবনা দুই নারী শ্রমিক একই কারখানায় কাজ করতেন। সেখান থেকে তাদের পরিচয় ও আলাপ হয়। পরে তাদের মধ্যে শুরু হয় প্রেমের সম্পর্ক। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, গুজরাটের আহমেদাবাদের সবরমতী নদীতে ঝাঁপ দিয়ে সোমবার আত্মহত্যা করেন দুই মহিলা। জানা যায়, নদীতে ঝাঁপ দেওয়ার আগে দুই মহিলার মধ্যে একজন তিন বছরের মেয়ে সন্তানকেও নদীতে ফেলে দেন। তার পরে তারা দু’জন মিলে নদীতে ঝাঁপ দেন। নিহতরা হলেন, আশা ঠাকুর (৩০) এবং ভাবনা ঠাকু (২৮)। বছর তিনের মেয়েটি আশারই সন্তান। পুলিশ তদন্তে জানা যায়, আশা ও ভাবনার মধ্যে সমকামী সম্পর্ক ছিল। কিন্তু কয়েকদিন আগে ওই সম্পর্ক জানাজানি হয়ে পড়ায় মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন তারা। দুই মহিলাই বিবাহিত। ভাবনারও দুটি ছেলে রয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ভাবনা ও আশা একই কারখানায় কাজ করতেন। সেখান থেকে তাদের আলাপ হয়। তার পরে শুরু হয় প্রেমের সম্পর্ক। সুইসাইড নোটে লেখা রয়েছে, পৃথিবী ছেড়ে তারা অনেক দূরে চলে যাচ্ছে, এই জগৎ তাদের একসঙ্গে থাকতে দেবে না। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ