Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজরাটে প্রবেশ করেছে দশজন লস্কর সদস্য হামলার আশঙ্কা

ভারতের কাছে পাকিস্তানের তথ্য প্রকাশ

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রশাসন সূত্রে জানা যায়, হামলার ফন্দি এঁটে পানিপথে গোপনে ভারতের গুজরাটে ঢুকে পড়েছে কম করে ১০ জন লস্কর-ই-তৈয়বা সদস্য। তাদের মধ্যে রয়েছে মহিলা ‘সুইসাইড বম্বার’ও। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে এই খবর দিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া। ওই খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে দিল্লি প্রশাসন। গুজরাটজুড়ে জারি করা হয়েছে ‘হাই এলার্ট’। গোয়েন্দা সূত্রের খবর, আজ সোমবার ‘শিবরাত্রি’ উৎসবের আগে কিংবা পরে ওই হামলা চালানোর ছক কষা হয়েছে। তাদের টার্গেট হতে পারে সোমনাথ মন্দির। তাই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও আধাসেনাদের সতর্ক করা হয়েছে। জরুরি ভিত্তিতে এনএসজিকে পাঠানো হয়েছে গুজরাটে। তবে এখন পর্যন্ত কোনো লস্কর-ই-তৈয়বা কিংবা তাদের কোনো সাগরেদকে ভারতীয় প্রশাসন আটক করতে পারেনি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুজরাটে প্রবেশ করেছে দশজন লস্কর সদস্য হামলার আশঙ্কা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ