Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে কেনাকাটার ধুম

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম


#মানের তুলনায় দাম বেশি পোষাকের
এহসান আব্দুল্লাহ: ঈদের মাত্র বাকি আর কয়েকদিন। এর মধ্যেই রাজধানীর বিপণী বিতানগুলো জমে উঠেছে ক্রেতাদের মুখর পদচারনায়। ভীড় ও ঝামেলা এড়াতে এবার বেশ আগেভাগেই ক্রেতারা তাদের কেনাকাটা শুরু করেছেন। বিশেষ করে রমজানের শুরুতেই সাপ্তাহিক ছুটি পাওয়ায় অনেকেই তাদের টুকিটাকি কেনাকাটা সেড়ে নিয়েছেন তখনই। তবুও কেনাকাটার কি আর শেষ থাকে? নিজের জন্য কেনাকাটার পাশাপাশি এখন তারা পরিবার পরিজন সহ আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা সেড়ে নিচ্ছেন সময় করে, তাই শেষ দিকে এসে ক্রেতারা ভীড় করছেন পছন্দসই পোষাকের জন্য।
রাজধানীর আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট ও বসুন্ধরা শপিং মল ঘুরে দেখা গেল এবারের ঈদের কেনাকাটার ব্যস্ততা। প্রতিটি দোকানেই রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। হাটতে গিয়ে তারা একনজর চোখ বুলিয়ে নিচ্ছেন প্রতিটি দোকানের ডিসপ্লেতে থাকা পোশাকের দিকে, যেটি পছন্দ হচ্ছে সে দোকানে ঢুঁ মেরে জেনে নিচ্ছেন কাঙ্খিত পোষাকের মূল্য। দরদাম করে মিললে তবেই নিয়ে নিচ্ছেন সেটি।
অন্যদিকে এই ভীড়ের মাঝে অনেকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কেনাকাটা করছেন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে; কাপড় পছন্দ হলে সেটির ছবি তুলে ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসএ্যাপ, ইমু সহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে তা পাঠাচ্ছেন প্রিয়জনের কাছে। তারপর সেই ছবি দেখে কাপড় পছন্দ করলেই দরদাম করতে শুরু করছেন বিক্রেতার সাথে।
এভাবে নিউমার্কেটে কেনাকাটা করতে থাকা রাজধানীর মিরপুরের বাসিন্দা শাহআলম জানালেন, এই ভীড়ের মাঝে স্ত্রী-সন্তান নিয়ে আসা অনেক ঝামেলা তাই এসব এড়াতে তাদের চাহিদা মতো কাপড়ের দোকানে এসে ছবি তুলে তাদের কাছে পাঠালে তারাই পছন্দ করে দি্েচছন কোনটা নিতে ্হবে। এতে করে ঝামেলা এড়ানো গেলো পাশাপাশি তাদের পছন্দ মতো কেনাকাটাও করা হলো।
এবার কেনাকাটা নিয়ে ক্রেতাদের রয়েছে বিভিন্ন রকম অভিজ্ঞাতা। ক্রেতাদের অভিযোগ গতবারের তুলনায় এবার কাপড়ের দাম একটু বেশিই চাচ্ছেন বিক্রেতারা। অনেক ক্রেতা অভিযোগ করে বলেন রমজানের প্রথম দিকে কাপড়ের দাম অনুযায়ী কাপড়ের মান ভাল থাকলেও শেষ দিকে এসে কাপড়ের মান একেবারেই বাজে করে ফেলছেন বিক্রেতারা আবার সেই তুলনায় দামও চাইছেন চড়া।
বন্ধুদের সাথে নিয়ে কেনাকাটা করতে আসা বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী তামান্না শানলী জানালেন, রমজানের প্রথম দিকে কাপড়ের মান ভাল থাকলেও শেষ দিকে এসে মনে হচ্ছে টাকা দিয়ে কাপড় কিনছিনা বরং ব্র্যান্ড কিনে নিচ্ছি।
মেয়েদের কাপড়ের মাঝে সবচেয়ে বেশী চলছে সেলওয়ার কামিজ ও কুর্তা টাইপ কাপড়। তবে এর পাশাপাশি শাড়ি বা লেহেঙ্গার বিক্রিও আশানুরুপ জানালেন বিক্রেতারা। এবারে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে আছে সুতি কাপড়ের পোষাকই। তবে পছন্দসই অন্যান্য কাপড়ও দেখছেন ক্রেতারা। দাম মিললেই কিনে নিচ্ছেন এইসব।
জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ছাত্রী উম্মে সালমা নিপা বলেন, কাপড়ের মাঝে সুতি কাপড়ই বেশি পছন্দ তবে তবে এর বাহিরে জরজেট ও অন্যান্য কাপড়ও দেখছি।
ছেলেদের ঈদের কেনাকাটার মধ্যে বরাবরের মতোই পাঞ্জাবী রয়েছে পছন্দের শীর্ষে। এবার আজিজ সুপার মার্কেট ও বসুন্ধরা শপিং মল ঘুরে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ড ঈদকে সামনে রেখে নিয়ে এসেছে বিভিন্ন ডিজাইন নানা রংয়ের পাঞ্জাবী। এর মাঝে একহাজার টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত দেখা গিয়েছে বিভিন্ন পাঞ্জাবীর দাম। পাঞ্জাবীর সাথে শার্ট ও স্টাইলিশ টি-শার্ট ও রয়েছে তরুণ ক্রেতাদের পছন্দের তালিকায়।
আজিজ সুপার মার্কেট ও বসুন্ধরা শপিং মলের বিক্রেতারা জানান, ঈদে পাঞ্জাবীর চাহিদা থাকে সবার শীর্ষে। তাই আমরা ঈদের আগে থেকেই গ্রাহকের চাহিদার দিকে খেয়াল রেখে ভাল ডিজাইনের পাঞ্জাবী তোলার চেষ্টা করি সবসময়। সেই সাথে দামের কথা জানতে চাইলে তারা বলেন, তরুণদের মাঝে ছাত্র থেকে শুরু করে পেশাজীবি সবধরনের ক্রেতাই আছেন, তাই আমরা সকলের কথা মাথায় রেখেই দাম নির্ধারণ করি।
অপরদিকে কেনাকাটা নিয়ে বিক্রেতারা জানালেন অন্যকথা। অধিকাংশ বিক্রেতারা মতে কাপড়ের মান মোটেও কম না, বরং ঈদ উপলক্ষ্যে তারা সবচেয়ে ভাল মানেক কাপড়ই দিচ্ছেন ক্রেতাদের। তবে দাম অনুযায়ী মানে কিছু পার্থক্য আছে। কিরকম পার্থক্য জানতে চাইলে নিউমার্কেটের কাপড় বিক্রেতা রিয়াজ বলেন, দেখেন এখানে সব ধরনের কাস্টমারই আসে। সবার সামর্থ্য তো আর এক না। একজন যেমন দুইহাজার টাকা দিয়ে একটি কাপড় নিতে পারবে সবাই চাইলেই তা পারবেনা। তাই সবশ্রেণীর সামর্থ্যের দিকে খেয়াল রেখে বিভিন্ন মানের কাপড় দোকানে রাখতে হয়।
তবে কাপড়ের মানের তুলনায় দাম বেশি রাখার অভিযোগ অস্বীকার করেন সব বিক্রেতারাই। তারা বলেন আমারা ক্রেতাদের নাগালের মধ্যেই দাম রাখার চেষ্টা করি। তবে অনেকে দরদাম করে বলে শুরুতে চাইতে কিছু বেশি চাইতে হয়, যাতে দরদাম করার পর আমার লাভটুকু থাকে। তবে একেবারেই বেশি দাম আমরা চাইনা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানী

১৩ ডিসেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ