Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিবাসীদের উদ্ধারকারী জাহাজকে বন্দরে ভিড়তে দিচ্ছে না ইতালি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

অভিবাসনে ইচ্ছুক ৬২৯ জনকে সাগর থেকে উদ্ধার করার পর এখন উদ্ধারকারী জাহাজটিই বিপদে পড়েছে; ইতালি তাদেরকে আর বন্দরে ভিড়তে দিচ্ছে না। লিবিয়া উপকূল থেকে উদ্ধার করা ব্যক্তিদের নিয়ে জাহাজটির অবস্থান এখন ভূমধ্যসাগরে। ইতালির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি জাহাজটিকে বন্দরে নোঙর করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, খ্রিস্টান ডানপন্থী রাজনৈতিক নেতা সালভিনি মাল্টাকে উদ্ধার করা ওই অভিবাসীদের গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মাল্টা সে আহ্বান ফিরিয়ে দিয়েছে।
অভিবাসী হতে ইচ্ছুকদের নিয়ে ভূমধ্যসাগরে অপেক্ষা করতে থাকা জাহাজটি জার্মানির সাহায্যসংস্থা ‘এসওএস মেডিটেরানির।’ মাল্টার বক্তব্য জাহাজটি লিবিয়ার উপকূল থেকে অভিবাসনে ইচ্ছুকদের উদ্ধার করেছে। সুতরাং তারা ইতালির সীমানার মধ্যে পড়ে। ‘এসওএস মেডিটেরানি’ জানিয়েছে তাদের জাহাজ অ্যাকুয়ারিসকে ইতালির ‘মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার’ একই স্থানে অপেক্ষা করতে বলেছে। তাদের বর্তমান অবস্থান ইতালি থেকে ৩৫ নটিকাল মাইল ও মাল্টা থেকে ২৭ নটিকাল মাইল দূরে। সংস্থাটির পক্ষে মাথিলদে অভিল্লাইন বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা প্রত্যাশা করি কঠিন অবস্থা থেকে উদ্ধার করা মানুষগুলোকে নিরাপদে কোনও একটা বন্দরে নামিয়ে দেওয়া সম্ভব হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী সালভেনির দল নির্বাচনের আগে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচিত হলে তারা অভিবাসীদের বিরুদ্ধে কঠিন ভূমিকা গ্রহণ করবে। শনিবার তিনি বলেছেন, মানব পাচার বন্ধ করতে হবে। আর যেসব ব্যবসা প্রতিষ্ঠান অনুমোদনহীন অভিবাসীদের দিয়ে কাজ করায় তাদেরকেও না বলে দিতে হবে। তার ভাষ্য, ‘মাল্টা কাউকে নেয় না। ফ্রান্স অভিবাসীদের সীমানা থেকেই বের করে দেয়। আর স্পেন তো সীমান্তে গুলি চালায়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিবাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ