Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে -হাসান উদ্দিন সরকার

উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করার আহবান -জাহাঙ্গীরের

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

মোঃ হেদায়েত উল্লাহ, টঙ্গী থেকে : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। গাজীপুরে ভোট কারচুপি হলে নির্বাচন কমিশন জনগণের কাছে গ্রহণযোগ্য হারাবে। তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ভোট ডাকাতদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। এই লড়াইয়ে বিজয়ী হব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, ধানের শীষের জোয়ার ঠেকাতে আওয়ামী লীগ একটি কৌশল নিয়েছিল। আমি উচ্চ আদালতে গিয়ে জয় লাভ করেছি। আওয়ামী লীগ সেই কৌশলে মার খেয়েছে। জনগণ আওয়ামী লীগের চালাকি বুঝে গেছে। আওয়ামী লীগের আর কোন কৌশলই কাজে আসবে না। গাজীপুরে সুষ্ঠু ভোট হলে এবং ভোটাররা নির্বিঘেœ ভোট কেন্দ্রে যেতে পারলে আগামী ২৬ জুন বুঝবেন কি অবস্থা হয়। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের সমঝোতার প্রস্তাবে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রেখেছে। আওয়ামী লীগের প্রস্তাবে রাজি হলে বেগম জিয়া ২৪ ঘন্টার মধ্যেই মুক্তি পাবেন। বেগম জিয়া জীবন দিবেন তবও দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোন শর্তে রাজি হবেন না।
গতকাল রোববার টঙ্গীর আরিচপুর মধুমিতা রোডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার। আব্দুর রহিম খান কালার সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন, কাউন্সিলর প্রার্থী গাজী আমান, সাবেক টঙ্গী পৌর কমিশনার আব্দুল মালেক, আমিনুল ইসলাম লিটু, আকবর হোসেন ফারুক, বেলায়েত হোসেন, গাজী সালাহ উদ্দিন, চৌধুরী, ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহবুবুল আলম, রমজান হোসেন বিল্লাল, জাবেদ মাহমুদ, শেখ মো. আসলাম, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম সাথী, শফিকুর রহমান হিমেল প্রমুখ।
অপরদিকে, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম গতকাল রোববার মহানগরের ২৪, ২৫, ৪২ নম্বর ওয়ার্ড, চাপুলিয়া অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি এবং পুলিশ লাইন্স মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। ৪২ নম্বর হায়দরাবাদ মাদরাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিলে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরুজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সকাল থেকে ছয়দানা নিজ বাসভবনে ৫৪, ৩৬ এবং ৩০ নম্বর ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বেলা ১২টায় সাংবাদিকদের সাথে আলাপকালে জাহাঙ্গীর আলম বলেন, লাখ লাখ শ্রমিক ঈদ করতে মা-বাবা পরিবারের কাছে যাবে। তারা যেন ছুটিতে নিরাপদে ঘরে যেতে পারে এবং ছুটি শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারে। সে ব্যাপারে আমাদের সড়ক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার সাথে সম্পৃক্ত সবাই সাধ্যমত চেষ্টা করছেন। তিনি নিরাপদে ও সময়মত যাতায়াতের জন্য রোডের যানবাহনসহ সকল কর্তৃপক্ষকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহŸান জানান।
মহানগর আওয়ামী লীগ আয়োজিত ২৪ নম্বর ওয়ার্ড ডুয়েট প্রাঙ্গণে, ৪২ নম্বর হায়দরাবাদ মাদ্রাসা প্রাঙ্গণ এবং ২৫ নম্বর শিমুলতলি ও চাপুলিয়া হাজী মাইনুদ্দিন মার্কেট এলাকায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির ইফতার মাহফিলে বক্তব্যে উপস্থিত মুসল্লি ও সকলের দোয়া সহযোগীতা ও ভোট প্রার্থনা করেন। তিনি আরও বলেন, ভোট সকলের মৌলিক অধিকার। সকল শ্রেণীর ভোটারকে তিনি বিশ^াস করেন। ভোটারদের তার উপর বিশ^াস আছে। তিনি বিশ^াস করেন শ্রমিক এবং ভাসমান ভোটাররা যথাসময়ে ফিরবে। ঈদের পরে আর এক ঈদ ভোট উৎসব। তিনি বিশ^াস করেন আগামী ২৬ জুন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নৌকা মার্কায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তাঁকে জয়যুক্ত করবেন। অপরদিকে, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ গাজীপুর জেলা শাখা ৩৬ নম্বর ওয়ার্ড বোর্ড বাজার এলাকায় ইছর পুজা মন্ডপ মাঠে মতবিনিময় করেন। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
ইফতার ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ্যাড. শফিকুল ইসলাম বাবুল, মোঃ মজিবুর রহমান, মোঃ শফিকুল আলম, আবু সাইদ খান, আব্দুর রউফ, সামসুল হক খান, এ বি এম নাসির উদ্দিন, অধ্যক্ষ মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহমেদ, হাতেম আলী, মোঃ বাছির উদ্দিন, মোঃ আমজাদ হোসেন বাবুল, মোঃ আসাদুজজামান তরুণ, দেলোয়ার হোসেন হাওলাদার, শওকত আলম, জামাল উদ্দিন, আলী হোসেন, জাহাঙ্গীর আলম বাবু, মোঃ এমদাদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ