বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া সদরের ছোটকুমিড়া এলাকায় গত শনিবার রাতে মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয় পিতা। নিহতের নাম আব্দুর রশিদ (৫৮)। সে ছোটকুমিড়া পশ্চিমপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর পুত্র। মাদকাসক্ত ঘাতক পুত্রের নাম স্বপন ওরফে সুটকু (১৯)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘাতক স্বপন ওরফে সুটকু প্রতিনিয়ত মাদক সেবন করতো এবং বখাটে ছেলেদের সাথে মেলামেশা করতো। এ নিয়ে পিতা পুত্রের মাঝে ঝগড়া বিবাদ ও কথা কাটাকাটি লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ঘাতক পুত্র স্বপন মাদকসেবীদের সাথে আড্ডা ও মাদক সেবনের সময় তার পিতা আব্দুর রশীদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জোর করে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলে দুজনের কাটাকাটির একপর্যায়ে মাদকাসক্ত স্বপন তার কাছে থাকা বার্মিজ ছুরি দিয়ে পিতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাহত পিতার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে উপশহর পুলিশ অভিযান চালিয়ে ফাঁড়ির একটি টিম রাত ১১টার দিকে হত্যাকান্ডে ব্যবহৃত বার্মিজ চাকুসহ চারমাথা এলাকা থেকে ঘাতক পুত্র স্বপনকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।