Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকাসক্ত ছেলে কোপালো মাকে

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মাদকের টাকার জন্য বটি দিয়ে কুপিয়ে মাকে গুরুতর জখম করেছে মাদকাসক্ত এক ছেলে। আহত মা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে গেন্ডারিয়া নারিন্দা তৃতীয় লেন এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আহত মায়ের নাম আনোয়ারা বেগম (৪৫)। তার স্বামী আমির হোসেন বঙ্গবাজারের একটি দোকানে কর্মচারীর কাজ করেন। আমির হোসেন সাংবাদিকদের জানান, তাদের একমাত্র ছেলে জুনায়েদ হোসেন আবির (১৯) কয়েক বছর ধরে ইয়াবাসহ নানারকম মাদকে আসক্ত। গত বছর জুন মাসে একটি মাদক নিরাময় কেন্দ্রে তিন মাস থাকার পরে পালিয়ে এসে আবারও মাদক সেবন শুরু করেছে আবির। মাদকের টাকা না পেলে প্রায়ই সে বাসার মালামাল ভাঙচুর করে। গত শুক্রবার সন্ধ্যার দিকে জুনায়েদ তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে জুনায়েদ ক্ষিপ্ত হয়ে বটি নিয়ে তার মাকে কুপিয়ে আহত করে। এতে আনোয়ারার কপাল, হাত-পা কেটে যায়। আনোয়ারার চিৎকার শুনে তার ফুফাতো বোন লাবনী এগিয়ে আসে। তাকেও বটি দিয়ে আঘাত করে পালিয়ে যায় জুনায়েদ। লাবনী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তার স্বজনরা। হাসপাতালের বিছানায় শুয়ে আনোয়ারা বলেন, জুনায়েদ খুবই ভালো ছেলে। শুধু মাদকের জন্য ও এমন করেছে। পুলিশ জুনায়েদকে গ্রেফতার করতে পারেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকাসক্ত

৪ ফেব্রুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ