গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা ঃ টাঙ্গাইলের মির্জাপুরে আওয়াল (২২) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা শিউলী বেগম। গতকাল সোমবার পুলিশ ধরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ তাকে ৬ মাসের সাজা প্রদান করেন।
আওয়াল এ উপজেলার জামুর্কী ইউনিয়নের গুচ্ছ গ্রামের রুবেল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত কয়েক বছর আগে আওয়াল বন্ধুদের পাল্লায় পড়ে হেরোইন, ইয়াবা, খাজাসহ বিভিন্ন প্রকারের মাদক সেবন শুরু করে। বর্তমানে মাদক সেবন ভয়াবহ রুপ ধারণ করেছে। মাদকের টাকার জন্য সে বাড়ির সদস্যদেরকে মারধরসহ জিনিষপত্র চুরি করে বিক্রি করে। নিরুপায় হয়ে তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মোমেন বলেন, মাদকাসক্ত আওয়ালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।