বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার শহরের চন্দ্রিমা মাঠের বক্তারঝিরি ঘোনায় গত শনিবার গভীর রাতে বন্যহাতির আক্রমনে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ সেলিম (৩৫)। তিনি একই গ্রামের মৃত ছৈয়দ হোসেনের ছেলে। তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত একটার দিকে একটি বন্যহাতি নিহতের পার্শ্ববর্তী একটি বাগানবাড়িতে হামলা দেয়। খবর পেয়ে সেলিম টর্চ লাইট জ্বালিয়ে বাড়ির সামনে বের হতেই ওই হাতিটির সামনে পড়ে যায়। এসময় হাতির শুঁড়ের আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমরা বনবিভাগ ও থানা পুলিশকে অবহিত করেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।