মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুই বছর সময়ের মধ্যে দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি একটি পরামর্শ ছিল বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ। প্রয়োজনে এটি আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রবীণ এই রাজনীতিক। শনিবার প্রকাশিত মালয়েশিয়ার দৈনিক ‘সিনার হারিয়ান’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ড. মাহাথির স্বীকার করেন, প্রথম দুই বছর তার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়টি প্রাথমিক সিদ্ধান্ত ছিল। কিন্তু তা লিখিত কোনো বিষয় ছিল না। মাহাথির বলেন, ‘দুই বছরের বিষয়টি ছিল একটি পরামর্শ, কিন্তু আমরা বিষয়টি চূড়ান্ত করিনি। সুতরাং, দায়িত্ব হস্তান্তর আগেও হতে পারে, এমনকি পরেও হতে পারে।’ তিনি আরো বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে দেশের সম্পদ ফিরিয়ে আনা এবং আমাদের অর্থনীতিকে আরো টেকসই করতে প্রদক্ষেপ নেয়া।’ মাহাথির বলেন, ‘বর্তমানে আমরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছি তা অতি অল্প সময়ের মধ্যে অতিক্রম করতে চাই। যদি আমি সফল হই, তবে অর্থ কোনো সমস্যা হবে না। মূল বিষয়টি হচ্ছে আমাদের কাজের ফলাফল।’ যাইহোক, আনোয়ারকে তার উত্তরাধিকারী বানাতে তিনি খুব দ্রুতই অবসরে যাওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী পদের জন্য পাকাতান হারাপান আনোয়ার ইব্রাহিমকে বাছাই করেছিল। গত ১৬ মে আনোয়ার পূর্ণ রাজকীয় ক্ষমা লাভ করেন। উভয় নেতার মধ্যে অতীতের বিরোধপূর্ণ সম্পর্কের কারণে ড. মাহাথির আনোয়ারের পক্ষে কাজ করবেন কিনা তা নিয়ে অনেকের কাছে সন্দেহের সৃষ্টি হয়েছিল। এশিয়া ওয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।