Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেটে মানুষের সাথে নির্মম রসিকতা করা হয়েছে -শামসুজ্জামান দুদু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মানুষের সাথে নির্মম রসিকতা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, মানুষকে তাক লাগানোর লক্ষে এই প্রতারণার বাজেট দেয়া হয়েছে। কিন্তু এ বাজেট কার্যকর করার কোন ক্ষমতা অবৈধ সরকারের নেই। এই সরকারের বড় বাজেট মানে জনগণ বিশ্বাস করে বড় ধরনের দুর্নীতি এবং লুটপাট। এই বাজেটে যেমন মানুষের আস্থা এবং বিশ্বাস নেই তেমনি এই সরকারের প্রতি ও মানুষের আস্থা ও বিশ্বাস নেই। গতকাল (শনিবার) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘী ইউনিয়নে টাঙ্গাইল জেলা বিএনপির ট্রেজারার মাইনুল ইসলাম আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, সরকার কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে অমানবিক আচরণ করছে এটি একেবারেই প্রতিপক্ষকে ধ্বংস করার অভিপ্রায়। গণতান্ত্রিক রাষ্ট্রে একজন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী কারাগারে যে সুযোগ সুবিধা ভোগ করেন তার ছিটেফোটাও তাকে দেয়া হচ্ছে না। কারনটা হলো দেশেও এখন গণতন্ত্রের ছিটেফোটা নেই। তিনি বলেন, অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন বর্তমান সরকার আদালতকে প্রভাবিত করে তাকে (খালেদা) কারাগার থেকে বের হতে দিচ্ছে না। এটা সংবিধান পরিপন্থি একটি সিদ্ধান্ত।আমরা অবিলম্বে প্রত্যাশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নূন্যতম মৌলিক অধিকার রক্ষার ব্যবস্থা সরকার করবে এবং আদালতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে। না হলে তার (খালেদার) যদি ভাল মন্দ কিছু হয় তাহলে তার সম্পূর্ন দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।
মাদকবিরোধী অভিযানের নামে দেশে বিচারবর্হিভূত হত্যাযজ্ঞ চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে মাদকবিরোধী যে অভিযান চলছে এটার দিকে লক্ষ করলেই বোঝা যায় সরকার বিনা বিচারে মানুষ হত্যা করে সংবিধান পরিপন্থি কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেটে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ