Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেটে বিবেচনার দাবি বীমাবিষয়ক প্রস্তাব

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আগামী অর্থবছরের বাজেটে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রস্তাব বিবেচনা করার দাবি জানানো হয়েছে। বীমা খাতের সমস্যা দূর করতে এবং এ খাতের সার্বিক উন্নয়নে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে এসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বীমা খাতের উন্নয়নে বেশ কয়েকটি প্রস্তাব দেয়া হলেও সরকারের প্রস্তাবিত বাজেটে তা আমলে নেয়া হয়নি। এসোসিয়েশন ও এফবিসিসিআই ২০১৩ সাল হতে প্রতি অর্থ বছরই দেশের বীমা শিল্পের উন্নয়ন ও দেশের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ দুটি প্রস্তাব দিয়ে আসছে যা হলোÑ জীবন বীমা পলিসিতে প্রিমিয়ামের অতিরিক্ত যে কোন পরিশোধ হতে ৫ শতাংশ কর কর্তনে অব্যহতি প্রদান, যাতে করে দেশের বীমা পলিসি হোল্ডারদের আস্থা বাড়বে এবং বীমা এজেন্টের কমিশনের বিপরীতে উৎসে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আদায় রহিতকরণ যার মাধ্যমে দেশে বীমা কর্মীদের সংখ্যা বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আর্থসামাজিক উন্নয়নে ও সামাজিক নিরাপত্তা বিধানে অধিকাংশ জনগণকে জীবন বীমা পলিসির আওতায় নিয়ে আসা প্রয়োজন। কিন্তু অর্থ আইন ২০১৪ এর মাধ্যমে পলিসি হোল্ডারদের পলিসি বোনাসের উপর ৫ শতাংশ উৎসে কর কর্তনের বিধান আরোপের কারণে একদিকে পলিসি হোল্ডাররা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সারাদেশে জীবন বীমার প্রসার বাধাগ্রস্ত হচ্ছে। আর এ ধরনের পলিসি বোনাসের উপর কর কর্তন সারা বিশ্বে কোথাও নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেটে বিবেচনার দাবি বীমাবিষয়ক প্রস্তাব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ