Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিলেন নিক জোনাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ৩:১৬ পিএম

বয়সে দশ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার। কদিন আগেও বন্ধুদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার সঙ্গে প্রিয়াঙ্কার পাশে ছিলেন নিক। এর পরপরই নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে তাদের একসঙ্গে ডিনার করতে দেখা গিয়েছে।

যদিও প্রেমের বিষয়টি এখনো স্বীকার করেননি প্রিয়াঙ্কা বা নিক কেউই। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া প্রিয়াঙ্কার ছবির নিচে নিকের মন্তব্য গুঞ্জনে ঘি ঢেলে দিয়েছে। সম্প্রতি বন্ধুদের সঙ্গে বার্গার খাওয়ার একটি ছবি পোস্ট করেছিলে দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা। ওই পোস্টে প্রিয়াঙ্কাকে হিন্দীতে ‘মুঝসে শাদি কারোগি’ লিখেছেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস।

প্রেমের ব্যাপারটাই খোলাসা হয়নি সেখানে বিয়ের প্রস্তাব দিয়ে দেওয়াটাকে ‘যা রটে তা কিছু হলেও ঘটে’র মতোই ধরে নিচ্ছেন প্রিয়াঙ্কা ভক্তরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিয়াঙ্কা

২২ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ