Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবাব সলিমুল্লাকে যোগ্য সম্মান দিতে আমরা ব্যর্থ হয়েছি -মুসলিম লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

উপ-মহাদেশে মুসলিম জাতিসত্তার জনক, নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরকে যথাযথ সম্মান দিতে আমরা ব্যর্থ হয়েছি। জমিদারী বন্ধক রেখে ঋণ নিয়ে মুসলিম জাতিসত্তার বুনিয়াদ প্রতিষ্ঠার জন্য- মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য লাগাতার কাজ করে নবাব সলিমুল্লাহ, কার্যত দেউলিয়া হয়ে গিয়েছিলেন অথচ জাতির ভবিষ্যত বিনির্মাণে সর্বস্ব ত্যাগী এই মহানায়ককে আমরা কোনো মূল্যায়ন করতে পারিনি। নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের ১৪৭ তম জন্ম বার্ষিকীতে বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দের নবাবের বেগমবাজারস্থ মাজারে গতকাল বৃহস্পতিবার ফাতেহা পাঠ শেষে রুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ একথা বলেন। দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. বদরুদ্দোজা সুজা’র সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী, আকবর হোসেন পাঠান, কাজী এ.এ কাফী, ফারুক আহমেদ প্রমুখ। এদিকে, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, নবাব স্যাল সলিমুল্লাহ বাহাদুর ছিলেন, দেশ মাটি ও মানুষের অধিকার আদায় ও প্রতিষ্ঠার প্রধান সেনা নায়ক। অবহেলিত মানুষের শিক্ষা, সংস্কৃতিসহ ভাগ্য উন্নয়নে তিনি নিরলস সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন যুগ পরিবর্তনের নেতা। মরহুম নবাব স্যার সলিমুল্লাহ’র ১৪৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় কামরুজ্জামান খান একথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন, দলের মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সাইদুর রহমান, সহ-সভাপতি শহীদুল্লাহ ফকির, এডভোকেট সৈয়দ মিনহাজ উদ্দিন, কেএম নজরুল ইসলাম, ও রকিবুল ইসলাম রিপন। সকালে দলীয় নেতৃবৃন্দ নবাব স্যার সলিমুল্লাহ’র মাজারে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ