Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই : নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকীতে নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০১ এএম

দলীয় সরকারের অধীনে বাংলাদেশে অনুষ্ঠিত কোন নির্বাচনই সম্পূর্ণ বিতর্ক মুক্ত ছিল না। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোন বিকল্প নেই। একটি ইস্পাত কঠিন জাতীয় ঐক্যই পারে জনগণকে আবারও তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে। রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগি চুক্তির নাম জাতীয় ঐক্য নয়। নবাব সলিমুল্লাহর রাজনৈতিক দর্শন মুসলিম জাতিসত্তা জাতীয়তাবাদের সমন্বয়ই একমাত্র জনগণকে সম্পৃক্ত করে একটি কার্যকরী জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে সক্ষম।
মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলীয় সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে জাতীয় প্রেস কøাবের আবদুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ বলেন, নবাব সলিমুল্লাহ ভবিষ্যত দেখতে পেয়েছিলেন বলেই মুসলিম জাগরণের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন। আগ্রাসনবাদীদের রুখতে হলে মুসলিম লীগকে আবারও েেজগে উঠতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ঠ রাজনীতিবিদ ব্যারিষ্টার সরোয়ার খান, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির আহŸায়ক ড. এ.আর খান, বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহছানউল্ল্যাহ শামীম, ডিএসপির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন খান মজলিশ, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, সমাজসেবক কর্ণেল (অবঃ) ফরিদুল আকবর, বিশিষ্ঠ ইতিহাসবিদ ইঞ্জিনিয়ার এনামুল হক, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, অতিঃ মহাসচিব আকবর হোসেন পাঠান, নজরুল ইসলাম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ