Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ৭:১৮ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামকস্থানে ট্রাক ও মিনি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা একজন মিনি ট্রাকের চালক, একজন হেলপার ও দুইজন যাত্রী বলে জানিয়েছেন পুলিশ।
নিহতরা-দিনাজপুর সদর উপজেলার জমশেরের ছেলে জীবন (২৫), বিরল থানার তেঘরা গ্রামের আমিনুলের ছেলে মামুন (২৭) ও একই এলাকার মুন্না (২৮), ভোদাগঞ্জ থানার ভাজনিয়া গ্রামের কৃষ্ণ (২৭)।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার সেকেন্ড অফিসার নুর-এ আলম জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পাথর বোঝাই ট্রাক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিনি ট্রাকের চালক ও একযাত্রী নিহত হয়। পরে আহত দু’জনকে উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়। পরে বিকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলপার নিহত হয়। নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। তারা আসলে প্রযেজনীয় ব্যাবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ