Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যে কারণে আগাম নির্বাচন তুরস্কে

তুরস্কে উবার আর দেখা যাবে না : এরদোগান

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী ২৪ জুন তুরস্কে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের প্রায় ১৯ মাস আগে নির্বাচন হবে এবার। গত এপ্রিলে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। উত্তরোত্তর অর্থনৈতিক ও সামরিক সমৃদ্ধির মধ্য দিয়ে গেলেও সা¤প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে তুরস্কের একে পার্টির সরকারকে। এমন পরিস্থিতিতে কেন আগাম নির্বাচন দিলো সরকার সেটি গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে তুরস্কের মুদ্রা বাজার, দেশীয় ও আঞ্চলিক নিরাপত্তা ও পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক। গত এপ্রিলের মাঝামাঝি আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট এরদোগান। তার প্রধান রাজনৈতিক মিত্র ডানপন্থী নেতা দেভলেত বাচেলির সাথে মিলে তিনি এই ঘোষণা দিয়েছেন। নির্ধারিত নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২০১৯ সালের ৩ নভেম্বর। বাচেলির ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির সাথে জোট বেধে লড়াই করবে একে পার্টি। এবার একই সাথে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা লাভের পর এই প্রথম প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তুরস্কে। অপর এক খবরে বলা হয়, রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার তুরস্কে আর ব্যবসা চালাতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। ইস্তাম্বুলের ট্যাক্সি চালকদের চাপের মুখে এমন ঘোষণা দিলেন তুর্কি প্রেসিডেন্ট। সা¤প্রতি তুরস্কে গাড়ির লাইসেন্স প্রক্রিয়া কঠোর করা হয়। নতুন এই প্রক্রিয়ায় বলা হয়, কেউ যদি লাইসেন্সের প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হয় তাহলে দুই বছরের জন্য নিষিদ্ধ হবেন। ফলে উবারে রেজিস্ট্রার করা চালকদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছিল। এ প্রসঙ্গে ইস্তাম্বুলে এক বক্তব্যে এরদোগান বলেন, উবার নামের একটা ব্যবস্থা আত্মপ্রকাশ করেছে। এই ব্যবসা এখন শেষ। এটা এখন আর তুরস্কে দেখা যাবে না। তিনি আরও বলেন, আমাদের একটি ট্যাক্সি সিস্টেম রয়েছে। সেখানে উবার কোথা থেকে আসে? এটা ইউরোপে জনপ্রিয় হতে পারে, কিন্তু আমি থোড়াই কেয়ার করি। আল-জাজিরা, রয়টার্স।

 



 

Show all comments
  • Faruk Hossain ৬ জুন, ২০১৮, ১:৫০ পিএম says : 0
    Good decision
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ