নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
১২ বলে প্রয়োজন ২০ রান। অতদূর অপেক্ষা করায়নি মোহাম্মদ নবী। ১৯তম ওভারে রুবেল হোসেনের ৫ বলে সেই অঙ্ক মিলিয়ে আফগানিস্তানকে সিরিজ জয়ের আনন্দে ভাসান এই অলরাউন্ডার। বাংলাদেশের দেয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল আর ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় আফগানিস্তন। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানের অপরাজিত ছিলেন নবী। তিন ম্যাচের সিরিজে ২-০ তে সিরিজ জিতে নিল ‘স্বাগতিকরা’। একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ আগামী ৭ জুন।
অপেক্ষা বাড়লো খরুচে সাকিবের
একটি মাইলফলক ছুঁতে এই সিরিজে দুই উইকেটের প্রয়োজন ছিল সাকিব আল হাসানের। বিশ্ব সেরা অলরাউন্ডারের সামনে ছিল ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক হবার হাতছানি। প্রথম ম্যাচে শাহজাদকে ফিরিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে আজ খরুচে চার ওভার বল করে উইকেটশূণ্য থাকায় অপেক্ষা বাড়লো তার। স্পেল শেষে সাকিবের বোলিং ফিগার ৪-০-৩৭-০!
উসমানকে ফিরিয়ে চাপ বাড়ালেন রুবেল
শুরুতে জুটি হারিয়ে চাপ সামলাতে পারেননি উসমান গনি। রুবেল হোসেনের বলে উঠিয়ে মারতে গিয়ে মিড অফে সৌম্যর হাতে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। যাবার আগে ৩১ বলে ২১ রানের অবদান রেখে যান দলের সংগ্রহে।
শাহজাদকে ফেরালেন রনি
ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে দেখ শুনেই খেলছিল আফগানিস্তান। যার খেসারত দিয়েছে ওপেনার শাহজাদকে হারিয়ে। আবু হায়দার রনির একটি ইয়র্কারে এলবিডব্লিউ-এর শিকার হয়ে মাঠ ছাড়েন ১৮ বলে ২৪ রান তোলা এই মারমুখি ব্যাটসম্যান।
তামিম বাদে নিয়মিত ব্যাটসম্যানদের কেউই দিতে পারেনি আশার প্রতিফলন, শেষ দিকে টেলএন্ডার আবু হায়দার রনির ব্যাটে মানরক্ষা হয় বাংলাদেশের। দ্বিতীয় টি-২০তে নির্ধারিত ওভার শেষে ১৩৪ রান তুলেছে ৮ উইকেট হারানো বাংলাদেশ। ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রানে অপরাজিত ছিলেন এই পেসার। সঙ্গী নাজমুল ইসলাম অপুর ঝুলিতে ৬ রান।
সৌম্যও ব্যর্থ
প্রথম ম্যাচে একাদশে ছিলেন না। দ্বিতীয় ম্যাচে একাদশে এসেও সুযোগ কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার। নিজের আগের ওভারে ৩ উইকেট নেওয়ার রশিদ খানের শিকার হয়েছেন তিনিও (৩)। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন রশিদ। ডট বল ১৩টি!
রশিদ খানে এলোমেলো বাংলাদেশ
প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং গুঁড়িয়ে দিয়েছিলেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার আজ এক ওভারেই নিলেন ৩ উইকেট! ১৬তম ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা এই বোলার।
প্রথম বলে নজিবুল্লাহকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক সাকিব (৩)। চতুর্থ বলে বোল্ড তামিম (৪৩)। পরের বলে মোসাদ্দেককে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন রশিদ। ৪ উইকেটে ১০১ থেকে বাংলাদেশের স্কোর তখন ৭ উইকেটে ১০৩!
পারলেন না মাহমুদউল্লাহ
মুখোমুখি প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। কিন্তু ইনিংসটা বড় করতে পারলেন না মাহমুদউল্লাহ। করিম জানাতের বলে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান (১৪)। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৯৩।
স্টাম্পড হলেন মুশফিক
বেশ দারুণই খেলছিলেন। কিন্তু মোহাম্মদ নবীর বলে স্টাম্পড হয়ে গেলেন মুশফিকুর রহিম। ১৮ বলে একটি করে চার ও ছক্কায় ৩২ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
টিকলেন না সাব্বির
আগের ওভারে পেসার শাপুর জাদরানের শেষ তিন বলে তিন চার মেরেছিলেন সাব্বির রহমান। পরের ওভারে নিজের মুখোমুখি প্রথম বলেই আউট ডানহাতি এই ব্যাটসম্যান। স্পিনার মোহাম্মদ নবীকে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ দেন ৯ বলে ১৩ রান করা সাব্বির।
বাজে শটে ফিরলেন লিটন
বাজে শটে শুরুতেই আউট হয়েছেন লিটন দাস। পেসার শাপুর জাদরানের শর্ট বল পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি ব্যাটসম্যান (১)। বাংলাদেশের স্কোর তখন ১ উইকেটে ১ রান।
আজ মঙ্গলবার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস ভাগ্যকে এবারও পাশে পেলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ অধিনায়ক এবার নেন ব্যাটিং।
বাংলাদেশ দলে দুই পরিবর্তন
আজ বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। আবুল হাসান রাজু ও আবু জায়েদ রাহী বাদ পড়েছেন। দলে এসেছেন সৌম্য সরকার ও আবু হায়দার রনি। আফগানিস্তান প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলছে।
জয়ের বিকল্প নেই বাংলাদেশের
সিরিজের প্রথম ম্যাচেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে আফগানরা ১-০ ব্যবধানে এগিয়ে। আজ হারলে সিরিজ হারবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলে বড় কোনো অর্জন হবে না, কিন্তু হারলে তা হবে লজ্জার।
ইতিহাসে হাতছানি আফগানিস্তানের
গত বছর টেস্ট স্ট্যাটাস পেয়েছে আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে কেবল দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে নবী, রশিদ খানরা। সেটাও তিন-তিনবার। আজ বাংলাদেশকে হারালে চতুর্থ দ্বিপাক্ষিক সিরিজ জিতবে আফগানরা।
সাকিব ১ উইকেটের অপেক্ষা
তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবল ছোঁয়ার অপেক্ষায় সাকিব আল হাসান। বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের রান ১০ হাজার ৮৯ এবং উইকেট ৪৯৯টি। জ্যাক ক্যালিস এবং শহীদ আফ্রিদি ছাড়া এই রেকর্ড আর কোনো ক্রিকেটার করে দেখাতে পারেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।