বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল চেকপোস্ট কাস্টমসে মহিউদ্দীন (২৭) নামে এক পাসপোর্ট যাত্রীর পেটের ভেতর থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ট্রাভেল ট্যাক্স চেকিং পয়েন্ট থেকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। আটক মহিউদ্দীন কুমিল্লা জেলার তিতাস উপজেলার বিরাম কান্দি গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিই-০৮৮৫২০৪।
শুল্ক গোয়েন্দা জানায়, আগে থেকে তাদের কাছে গোপন তথ্য ছিল মহিউদ্দীন নামে একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসের টিটি চেক পয়েন্ট থেকে মহিউদ্দীনকে আটক করে শুল্ক গোয়েন্দা।
তিনি আরও জানান, বেনাপোল বাজারে নিয়ে এক্সরে করার পর মহিউদ্দীনের পেটের ভেতর থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার সাইফুর রহমান জানান, আটক মহিউদ্দীনকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।