Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওসমানীনগরে বাস চাপায় দুই ছাত্রলীগ নেতা নিহত

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৮, ৩:০৬ পিএম

সিলেটের ওসমানীনগরে বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় দুই ছাত্রলীগ নেতা মোটরসাইকেল আরোহী খালেদ আহমদ (২৭) ও আবদুল মুহিব নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত খালেদ গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল গ্রামের আওলাদ মিয়ার ছেলে এবং মুহিব একই ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। নিহত দু’জন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী বিআরটিসির যাত্রীবাহী বাস দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই খালেদ মারা যায়। গুরুতর অবস্থায় মুহিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই সেও মারা যায়। পুলিশ নিহত দু’জনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন করা হয়। রোববার দিবাগত রাত দেড়টায় তাদের নিজ নিজ বাড়িতে জানাযার নামাজ সম্পন্ন করা হয়।
এদিকে ঘটনার পরপর স্থানীয় ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ এ দুর্ঘটনায় ন্যায় বিচারের প্রতিশ্রুতি দলে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়। অবরোধকালে মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে।
ওসমানীনগর থানার অফিসার ইনজার্চ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনার পরপর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে রাখে।
শোক প্রকাশ:

ওসমানীনগরে বাস চাপায় দুই ছাত্রলীগ নেতা নিহত
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরে বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় দুই ছাত্রলীগ নেতা মোটরসাইকেল আরোহী খালেদ আহমদ (২৭) ও আবদুল মুহিব নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত খালেদ গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল গ্রামের আওলাদ মিয়ার ছেলে এবং মুহিব একই ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। নিহত দু’জন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী বিআরটিসির যাত্রীবাহী বাস দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই খালেদ মারা যায়। গুরুতর অবস্থায় মুহিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই সেও মারা যায়। পুলিশ নিহত দু’জনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন করা হয়। রোববার দিবাগত রাত দেড়টায় তাদের নিজ নিজ বাড়িতে জানাযার নামাজ সম্পন্ন করা হয়।
এদিকে ঘটনার পরপর স্থানীয় ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ এ দুর্ঘটনায় ন্যায় বিচারের প্রতিশ্রুতি দলে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়। অবরোধকালে মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে।
ওসমানীনগর থানার অফিসার ইনজার্চ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনার পরপর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে রাখে।
শোক প্রকাশ: এদিকে দুই ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। তারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের গভীর জানান।

 

দুই ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। তারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের গভীর জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসমানীনগরে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ