Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দল গোছাচ্ছে বিএনপি

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পূর্ণাঙ্গ-জেলা কমিটি এ মাসেই

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

ফারুক হোসাইন : খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ রাখতে জেলা শাখাগুলোকে ঢেলে সাজাতে শুরু করেছে দলটি। দীর্ঘদিন ধরেই কমিটি গঠন না হওয়া এবং সাংগঠনিক স্থবিরতা থাকলেও হঠাৎ করেই গতির সঞ্চার হয়েছে সাংগঠনিক কাজে।
বিএনপি সূত্রে জানা যায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক মাসের মধ্যেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল জেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে ঢাকা মহানগর, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তারেক রহমানের নির্দেশ পাওয়ার পর থেকেই বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কমিটি গঠন নিয়ে তোরজোর শুরু হয়েছে। ইতোমধ্যেই যুবদলের ১টি জেলার পূর্ণাঙ্গ কমিটি এবং ৩০টি জেলায় আংশিক কমিটি ঘোষণা করেছে। বাকী কমিটিগুলোও খুব শিঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। রজমানের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ এবং থানা ও ওয়ার্ডগুলোতে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিসাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। ছাত্রদলের কমিটি গঠনের কাজও শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান। একই সঙ্গে জাতীয় নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের নিজ এলাকায় অবস্থান করার ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে দল থেকে। রমজানে ইফতার ও ঈদকে কেন্দ্র করে দলীয় কর্মকাÐ পরিচালনা এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখতে চায় বিএনপি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আমাদের দল থেকে নির্দেশনা আছে যেসব জেলায় দীর্ঘদিন ধরে কমিটি নেই সেসব জেলায় কমিটি গঠন করা। এছাড়া মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোও নতুন করে গঠন করার জন্য বলা হয়েছে। যদিও কমিটি গঠন একটি চলমান প্রক্রিয়া। কিন্তু সামনে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের দাবি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্দোলনের প্রয়োজন হবে। এজন্য দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এবং দলকে পুনর্গঠন করতে সকল পর্যায়ের অঙ্গসংগঠনগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে।
বিএনপি সূত্রে জানা যায়, আগে থেকেই দলটি রজমান মাসকে সংগঠন গোছানোর জন্য কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। দলের মহাসচিব মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাদের প্রাথমিক চিন্তা-ভাবনাটি দলের হাইকমান্ডের সাথে আলোচনা করেন। তারা জানান, রমজানে দলের বড় কোন কর্মসূচি থাকবে না। একারণে সংগঠনকে গুছিয়ে নিতে সকলে একমতও হন। তাই এই সময়ে সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে দল। সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কমিটিগুলোও পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত নেন তারা। এ জন্য ৭৮টি জেলা শাখার মধ্যে যেখানে পূর্ণাঙ্গ কমিটি নেই তার একটি তালিকা করা হয়। আবার কোন জেলার কমিটির মেয়াদ শেষ হয়েছে এবং আহ্বায়ক কমিটি আছে কিনা তা-ও একই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই তালিকা ধরে যেসব জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ সেখানে নতুন কমিটি এবং সব জেলায় পূর্ণাঙ্গ কমিটি করার উদ্যোগ নেয়া হয়।
দলটির সূত্রে জানা যায়, দলের শীর্ষ নেতাদের আলোচনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এক মাসের মধ্যে সকল পর্যায়ের কমিটিগুলো দ্রæত করে ফেলার নির্দেশ দেন। তিনি ঢাকা মহানগর, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলকে পূর্ণাঙ্গ কমিটি দিতে বেশি জোর দিয়েছেন বলে দলটির একাধিক নেতা জানান। তার নির্দেশনা পাওয়ার পর থেকেই দ্রæত গতিতে কমিটি গঠনের কাজ শুরু করে এসব সংগঠন। এরই মধ্যে গত শনিবার রাতে ৩১টি জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে যুবদল। এসব কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দিয়েছে যুবদল সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অবশিষ্ট জেলাকমিটিগুলোও এই মাসের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই নেতৃদ্বয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির মেয়াদ এক বছর পার হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। ওয়ার্ড ও থানা কমিটির অবস্থা আরও খারাপ। এমনও থানা আছে পনেরো বছর ধরে এক কমিটি দিয়ে চলছে। দলের স্থায়ী কমিটির একজন সদস্য জানান, ঢাকা মহানগরীকে ঢেলে সাজানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। রমজানের মধ্যেই উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি এবং ওয়ার্ড ও থানাগুলোয় নতুন কমিটি করার কথা বলা হয়েছে। নির্দেশনা অনুয়ায়ী রজমানের মধ্যেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ, থানা ও ওয়ার্ডগুলোর কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মহানগর দক্ষিণ বিএনপিসাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। তিনি বলেন, কমিটি গঠনের সকল প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। খুব বেশি বিলম্ব হবে না। আমরা এখন ঘোষণার চুড়ান্ত পর্যায়ে আছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে এবং উত্তর-দক্ষিণের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
একইভাবে কমিটি ঘোষণার কাজ করছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ছাত্রদলের জেলা কমিটি গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান জানান, ছাত্রদলের প্রায় শতাধিক সাংগঠনিক শাখা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে এই কমিটি ৪৩টি শাখায় নতুন কমিটি দিয়েছে। ঢাকা মহানগরসহ এর অধিনে বেশিরভাগ থানা কমিটি করা হয়েছে। আর বাকী সাংগঠনিক জেলা কমিটিগুলোও গঠনের জন্য মূল্যায়নসহ সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্দেশ দিয়েছেন খুব দ্রæত কমিটিগুলো ঘোষণা করার জন্য। আশা করছি খুব দ্রæত অবশিষ্ট কমিটি ঘোষণা করা হবে।



 

Show all comments
  • মশিউর রহমান ৪ জুন, ২০১৮, ৫:৪৭ এএম says : 0
    কাজটা দ্রুত করতে হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ