Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসি’র অপসারণের দাবিতে মির্জাগঞ্জে বিক্ষোভ, স্মারকলিপি

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ৭:২৪ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাসকে প্রত্যাহারের দাবিতে উপজেলা সদর সুবিদখালীতে রোববার বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. জসিম উদ্দিন সবুজ, যুগ্ম আহবায়ক মো. আবুল বাশার নাসির, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি মো. আনোয়ার জোমাদ্দার প্রমুখ। পরে তারা ওসির প্রত্যাহারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
বক্তারা ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মির্জাগঞ্জ থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস বর্তমান মাদকের বিরুদ্ধে সক্রিয় কোন অভিযান পরিচালনা করছেন না। তিনি যাও দুই একজনকে ধরছেন তাও আবার উৎকোচের বিনিময়ে ছেড়ে দিচ্ছেন। চিহ্নিত মাদক ব্যবসায়ী পূর্ব সুবিদখালী গ্রামের তাপসকে দুই বার গ্রেফতার করে মোটা অংকের টাকার বিনিময়ে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে এ ছাড়া চৈতা গ্রামের ছাব্বির মোল্লাকে মাদকসহ গ্রেফতার করে কাঁঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ছেড়ে দেয়া হয়েছে। এ ছাড়া উপজেলার মাদক ব্যবসায়ী আন্দুয়া গ্রামের মকবুল ভাণ্ডারী, দেউলী সুবিদখালী গ্রামের নয়ন খান, কাকড়াবুনিয়া গ্রামের মাসুদসহ (ওরফে ডাক্তার মাসুদ ডিলার) ও মাসুদ মৃধাসহ চিহ্নিত মাদক সম্রাটদের গ্রেফতারে তেমন কোন পদক্ষেপ নিচ্ছেন না। নিরীহ দুই একজন ধরে ২০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি তুচ্ছ ঘটনায় মামলা ছাড়াই কাকড়াবুনিয়া গ্রামের শ্যামল ও ভিকাখালী গ্রামের চাঁনমিয়াকে থানায় নিয়ে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৮ তারিখের একটি মামলার এজাহারভুক্ত আসামী মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মো.বাচ্চুকে গ্রেফতার করায় কতিপয় লোক ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। মাদকের বিরুদ্ধে সক্রিয় অভিযান পরিচালনা করছি না বিষয়টি সত্য নয়, একাধিকবার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং মাদকের বিষয়ে ইতিমধ্যে ১১টি অভিযান চালানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ