Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক দুর্ঘটনায় নিহত ১৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

দেশের পৃথক স্থানে দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার মধ্যে সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে ৪, মধুখালীতে ৩, নীলফামারীতে ২, ঝিকরগাছায়, লালমনিরহাট, মৌলভীবাজার, রাজশাহীতে ১ জন করে, পানিতে ডুবে লালমনিরহাটের কালীগঞ্জ, গাইবান্ধার পলাশবাড়িতে দুই জন এবং রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন নিহত হয়েছেন। । আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট:
সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সয়দাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৯ জন। ফায়ার সার্ভিসের ডি.এ.ডি আব্দুল হামিদ জানান, শনিবার ভোররাত ২টার দিকে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের সামনে ঢাকা হতে গাইবান্ধাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩জন ও সদর হাসপাতালে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৯ জন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক ফেরদৌস জানান, মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ির সামনে অংশ দুমড়ে মুচড়ে রাস্তার পার্শেই উল্টে যায়। তাৎক্ষণিক ভাবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
ফরিদপুর : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার গরিয়াদহ এলাকায় ও বিকেল সাড়ে ৪টায় ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে করে লিমন ও সাব্বির নামে দুই শিক্ষার্থী মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ঘোপঘাট এলাকায় পৌছালে একটি খোয়া বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-১৯৪১) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহদের মধ্যে লিমনের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়া গ্রামে এবং সাব্বিরের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামে। নিহত দুজনই চলতি বছর এসএসসি পাস করেছেন।
এদিকে দুপুর ১২ টার দিকে উপজেলার গড়াই সেতু সংলগ্ন গড়িয়াদহ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় কাদের মোল্লা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। নিহত কাদের মোল্লা ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে ছাত্র ছিলো। সে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ওহিদুল মোল্লার ছেলে। মধুখালী থানার উপ পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নীলফামারীর : নীলফামারীর জলঢাকা উপজেলার ধয়েরা বাজার এলাকায় গতরাত ৩টার দিকে যশোদা পরিবহনের একটি বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে দুজন নিহত ও আরও দুজন আহত হন বলে ইউএনবির খবরে জানানো হয়। জলঢাকা থানার ওসি সোহরাব হোসেন জানান, নিহতরা হলেন অটোরিকশার যাত্রী রহিম (৩২) ও আলম (৩৫)।
লালমনিরহাট : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আওয়াল মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার ঢাকা-বুড়িমারী মহা সড়কের হাসপাতাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আওয়াল উপজেলার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়াল বাইসাইকেল যোগে আদিতমারী রেলস্টেশন থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক হাসপাতাল সংলগ্ন এলাকায় পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদিতমারী থানার ওসি মাসুদ রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যশোর : যশোরের ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল ওহাব (৪৮) নামের এক ভ্রাম্যমান রসুন বিক্রেতা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে (বেনেয়ালী-শিমুলিয়া) সড়কের মিশনপাড়া নামকস্থানে। নিহত আব্দুল ওহাব উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে একটি ট্রাক পাথর বোঝাই অবস্থায় শিমুরিয়া কলেজ অভিমূখে যাচ্ছিল। আকাবাকা রাস্তার কারনে এসময় বিপরিত দিক থেকে বাইসাইকেলে আসা ভ্রাম্যমান রসুন বিক্রেতা আব্দুল ওহাব ওই ট্রাকের সামনের চাকায় ধাক্কাখেয়ে মাঝের চাকার পিষ্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ঘুমন্ত চালক কেড়ে নিল এক সাইকেল আরোহীর প্রাণ। গতকাল সকালে উপজেলার রেলগেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালু (৪৫) উপজেলার মাটিকাটা উজানপাড়া গ্রামের বেলালের ছেলে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সকালে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। ট্রাকের চালক ঘুমিয়ে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোল ও ট্রান্সফরমারে সঙ্গে ধাক্কা লেগে সাইকেল আরোহী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন সাইকেল আরোহী। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ হস্তাস্তর করা হয়েছে।
মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের ভটের মিল নামক এলাকায় বাসায় চাকায় পিষ্ট হয়ে এক এনজিও কর্র্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনাটি সংঘটিত হয়। কমলগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো জ ১১-২৮৯৬ নাম্বারের বাসটি মৌলভীবাজার যাবার সময় সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীবাজারের অদুরে ভটের মিল এলাকা অতিক্রম করছিল। হঠাৎ বাসটি খড় বহন করা একটি ঠেলা গাড়ীকে ধাক্কা দেয়। এতে ঠেলা গাড়ীর সামনে থাকা কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের উত্তম ভট্টাচার্য্য পিংকু (৫০) বাসের চাকার নিচে পড়ে যান। তখন চালক বাস না থামিয়ে প্রায় ১০-১৫ হাত জায়গা উত্তমকে থেথলিয়ে নিয়ে যান। এতে ঘটনাস্থলেই উত্তমের মৃত্যু হয়। নিহত উত্তম সূর্যের হাসি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের সীমান্তবর্তী মালদহ নদীতে গোসল করতে গিয়ে সেবকদাস গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে মিজু ইসলাম (১১) এবং একই গ্রামের ইসরাত আলীর ছেলে সাদিক ইসলাম (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার এ দিকে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিজু ও সাদিক সীমান্তবর্তী মালদহ নদীতে গোসল করতে গেলে পানির তোড়ে দুজনেই ডুবে যায়। কিছুক্ষণ পর নদীর ভাটিতে প্রায় ৪ মিটার দূরে তাদের লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন শিশু দুটির লাশ উদ্ধার করে। গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়িতে পুকুরের পানিতে ডুবে জান্নাতী আক্তার ও সিন মন্ডল নামে আড়াই বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের পলাশগাছি গ্রামের এ ঘটনা ঘটে। জান্নাতি ওই গ্রামের শাহিনর মেয়ে ও সিন মন্ডল মোস্তা মিয়ার ছেলে। জানা যায়, বিকেলে বাড়ির পাশের পুকুর পাড়ে জান্নাতি ও সিন খেলছিলো। এসময় তারা সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। পলাশবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইন্টার্নি চিকিৎসক কাওছার ইসলাম বাংলানিউজকে জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়।
চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানের ডাবুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. রুবেল (২৪)। সে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সৈয়দ বাড়ির মো. আলমগীরের ছেলে। গতকাল সকাল সাড়ে ১০টায় ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব ডাবুয়া গ্রামে বাদশা মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকালে উপজেলার পূর্ব ডাবুয়া গ্রামের বাদশা মেম্বারের বাড়িতে ডিস লাইনের এমে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সে পুড়ে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে তার অবস্থা আংশকাজনক হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনায়

২৯ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ